Tuesday, November 4, 2025

কথা রাখেনি দল! ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগে বিজেপির বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা’ কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Date:

বৃহস্পতিবারই আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তারপরই একাধিক রাজ্যে শুরু বিক্ষোভ। এবার সরাসরি মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগ তুলে লড়াইয়ের হুঁশিয়ারি কর্নাটকের (Karnataka) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার (K. S. Eshwarappa)। তিনি সাফ জানিয়েছেন, তাঁর ছেলে নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন। আর উপমুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর বেশ চাপে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০২২ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তাঁকে প্রতিশ্রুতি দেন হাভেরী আসনটি ঈশ্বরাপ্পার ছেলে কান্তেশকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থীতালিকায় ছেলের নাম না দেখে বেজায় চেটেছেন তিনি। তাঁর অভিযোগ, হাভেরী আসনে দল প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে প্রার্থী করেছে। আর তারপরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে একলা চলোর ডাক দিয়েছেন কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও পুরো ঘটনার পিছনে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন ঈশ্বরাপ্পা। তাঁর অভিযোগ, বিজয়েন্দ্রর কারসাজিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

ঈশ্বরাপ্পার সাফ অভিযোগ, ‘‘ইয়েদুরাপ্পা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে হাভেরীতে কান্তেশকে প্রার্থী করা হবে। কিন্তু তা হল না।’’ ১৯৮৯ সালে কংগ্রেসের হাত থেকে শিমোগা ছিনিয়ে নিতে পেরেছিলেন তৎকালীন তরুণ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তারপর থেকে টানা জিতেছিলেন ২০১৮ সাল পর্যন্ত। এবার সেই বরিষ্ঠ বিজেপি নেতাই দলের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করলেন।

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version