মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে কেমন লাগছে? আইপিএল শুরুর আগে জানালেন হার্দিক

২৪ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ মুম্বইয়ের। প্রথম ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাত। সেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিকরা। তবে তারই ফাঁকে মুম্বইয়ের

হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল । ২২ মার্চ থেকে শুরু আইপিএল। আসন্ন আইপিএলের পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। দলকে নেতৃত্বো দেবেন তিনি। গত দু’বছর নতুন দল গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল হার্দিককে। তবে এবার আবার সেই পুরোনো দল। কেমন লাগছে পুরোনো দলে ফিরে? সেই নিয়ে এবার মুখ খুললেন হার্দিক ।

২৪ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ মুম্বইয়ের। প্রথম ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাত। সেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিকরা। তবে তারই ফাঁকে মুম্বইয়ের ফিরে আসা নিয়ে হার্দিক বলেন, “ এই নীল রঙের জার্সিটা পরতে পারা আমার কাছে বিশেষ অনুভূতির। এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। সেখানেই আবার ফিরে আসতে পেরেছি। অবশ্যই এই অনুভূতিটা দুর্দান্ত। বোলিং কোচ লসিথ মালিঙ্গার সঙ্গে আমার সম্পর্ক প্রথম থেকেই দাদা-ভাইয়ের মতো। কোচ মার্ক বাউচারও দারুণ।” এরপরই মুম্বইয়ের অধিনায়ক আরও বলেন, “ আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাইছি। যেরকম ক্রিকেট খেললে নিজেরা গর্বিত হতে পারব, সেরকম খেলতে চাইছি আসন্ন আইপিএল-এ। আশা করব এবারের প্রতিযোগিতা কেউ ভুলতে পারবে না।”

২০২২ সালে মুম্বই থেকে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন হার্দিক। প্রথম বছর তাঁর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। গতবছর তাঁর নেতৃত্বেই গুজরাত ফাইনালে উঠেছিল।তবে ফাইনেলে ধোনির চেন্নাইয়ের কাছে হেরে যায়। তবে আবার মুম্বইয়ে ফেরেন হার্দিক। এবার মুম্বইকে নেতৃত্ব দেবেন তিনি। আগামী ২৪ মার্চ সেই গুজরাতের বিরুদ্ধেই আইপিএলে প্রথম ম্যাচ খেলবে হার্দিকের মুম্বই।

আরও পড়ুন- বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ, আফগানদের বিরুদ্ধে ২৫ সদস্যের দল ঘোষনা ভারতের

Previous articleআলিয়ার জন্মদিনে ‘সারপ্রাইস’ পার্টি রণবীরের, অতিথি তালিকায় কারা!
Next articleজলদস্যুদের সঙ্গে দুদিন লড়াই, বাংলাদেশি নাবিকদের উদ্ধার ভারতের