Wednesday, November 26, 2025

রবিবাসরীয় সকালে প্রচারে ঝড়, ময়দানে শাসক দলের প্রার্থীরা

Date:

Share post:

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে।প্রচারে নেমে পড়েছে সব দলই। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন।  রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়।এদিন পান্ডুয়া বিধানসভা এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে শিমলাগর কালিমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা।এরপর শিমলাগর এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ সারেন রচনা বন্দোপাধ্যায়। দিদি নম্বর ওয়ানের প্রচারে ছিল জনোজয়ার।

উৎসবের মেজাজে প্রচার হল কোচবিহারে।সামনে বাজছে ঢাক ঢোল, সঙ্গে প্রচুর সমর্থক। কোচবিহার লোকসভা কেন্দ্রে এভাবেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।রবিবার সকাল সকাল নিগমনগরের নিগমানন্দ সরস্বত আশ্রমে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের  এই প্রার্থী।বাজার এলাকায় প্রতিটি দোকানে গিয়ে ভোট প্রচার করেন। এরপরে দিনহাটার বুড়িরহাট হাট বাসন্তীরহাট সহ ভেটাগুড়িতে নির্বাচনী সভা করেন তিনি। জগদীশ বসুনিয়া বলেন, তিনি যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন তেমনি বড় সভা বা পদযাত্রাও করছেন। প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন।জানা গিয়েছে, সোমবার থেকে বেশ কদিন কোচবিহার শহরে থাকবেন সিতাই এর বিধায়ক দলের প্রার্থী।

এদিকে পলাশী মাঝিপাড়া নাগদহ অঞ্চলে হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হন বারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। এদিন ভোট প্রচারে নেমে বাড়ি বাডি জনসংযোগ করেন পার্থ ভৌমিক।  তমলুকে  রবিবাসরীয় প্রচারে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।চণ্ডীপুরে কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক বাড়ি এবং বাজার এলাকায় জনসংযোগ সারেন। কর্মী সমর্থকদের উৎসাহ ছ্ল চোখে পড়ার মতো।বারাসাত লোকসভা কেন্দ্রের চতুর্থ বারের প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে এবং দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র সহ অন্যান্যরা।সবমিলিয়ে তৃণমূল প্রার্থীদের রবিবাসরীয় প্রচার ছিল জমজমাট।

এদিন সকালে বেলেঘাটা এলাকায় জনসংযোগ সারলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুভাষ সরোবরে গিয়ে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে হাঁটার পাশাপাশি ভোটের প্রচার করেন তৃণমূলের গতবারের সাংসদ। অন্যদিকে, বাঁকুড়া শহরের ভৈরবস্থানের মন্দিরে পুজো সেরে প্রচারে নামলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তালডাংরার বিধায়ককেই এবার লোকসভার টিকিট দিয়েছে তৃণমূল। এদিন চায়ের আসরে জনসংযোগ সারেন অরূপ চক্রবর্তী।

 

 

 

spot_img

Related articles

সংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মমতা, আদর্শ রক্ষার অঙ্গীকার অভিষেকের 

আজ সংবিধান দিবস (Constitution Day)। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান অনুমোদিত হয়েছিল। প্রণয়ন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর।...

মালদহে শুটআউট! কাজ থেকে ফেরার সময় পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন

রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক...

রাজ্যজুড়ে নামল পারদ, জেলায় জেলায় শীতের আমেজ 

এক লাফে কলকাতার সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি, রাজ্যজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পশ্চিমের...

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...