Tuesday, December 2, 2025

ভোট শেষের আগে অভিষেককে ডাকতে পারবে না ED, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। একইসঙ্গে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডাকতে পারবে না ED। ১০ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আবেদনের শুনানিও হবে ১০ জুলাই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ED শেষ ডেকেছিল ২০২২ সালের মার্চ মাসে। আর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরের শেষবার ডেকেছিল ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর থেকে তাঁদের আর ডাকা হয়নি। শুধু তাই নয়, যতবারই ডাকা হয়েছে তাঁরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিটা বন্দ্যোপাধ্যায়কে আর কোনোভাবেই ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই। সেই পর্যন্তই এই আদেশ কার্যকর থাকবে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। একই সঙ্গে অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও প্রায় একই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সে ক্ষেত্রেও মামলা মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই একই তারিখ ১০ জুলাই।

নির্বাচন এলেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করে মোদি সরকার- এই অভিযোগ একা তৃণমূলের নয়, বাম, কংগ্রেস, এসপি, আরজেডি, শিবসেনা, আপ- সব রাজনৈতিক দলেরই। এর আগে যতবারই কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে অভিষেক গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে এসেছেন। শুধু তাই নয়, দীর্ঘ ৯-১০ ঘণ্টা কেন্দ্রীয় এজেন্সির অফিসে থাকার পরেও বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হুংকার দিয়েছেন। ভোটের আগে তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কারণে তিনি খুবই ব্যস্ত। এই পরিস্থিতিতে তাঁকে আর ডাকতে পারবে না ED- স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের।



spot_img

Related articles

চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের উন্নয়নের মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে বাংলার চা বাগান ও চা শ্রমিকরা।...

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...