Saturday, August 23, 2025

“তৃণমূলে ছিলাম, আছি, থাকবো! চক্রান্তকারীদের মুখোশ খুলে যাবে”, কড়া বার্তা মলয় ঘটকের

Date:

শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Election)। রাজ্যের ৪২টি আসনে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল। তারই মাঝে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) এক্স হ্যান্ডেলের পোস্ট। মলয় ঘটকের দাবি, তাঁকে উদ্দেশ্য করে নানা খবর চাউর হচ্ছে। সেগুলি মিথ্যে এবং নোংরা রাজনীতির খেলা। যারা এই মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন মলয় ঘটক।

সম্প্রতি, রাজ্য–রাজনীতিতে চাউর করে দেওয়া হয়েছিল, মলয় ঘটককে লোকসভা নির্বাচনের আগে ইডি তলব করেছে। আর তাতে তিনি ভয় পেয়ে বিকল্প পথ খুঁজছেন। কয়লা পাচার মামলায় তাঁর নাম জড়িয়ে গিয়েছে। তাই এবার তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। যার পর থেকেই তিনি নাকি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না। এমন সব কথা কিছু সংবাদমাধ্যম ও নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছে বলে দাবি মলয়বাবুর। কিন্তু এইসব তথ্য একেবারেই অসত্য বলে দাবি তাঁর।

বিরক্ত মন্ত্রী।এই খবর মিথ্যা ও কাল্পনিক বলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি তিনি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। বুধবার এক্স হ্যান্ডেলে কড়া জবাব দিয়েছেন মলয় ঘট। তিনি লেখেন, “আজ সকাল থেকে কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে। আমি তাদের আইনি নোটিশ দিয়েছি এবং মামলাও করবো। যাঁরা এই ঘৃণ্য চক্রান্তের পিছনে আছেন তাঁদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলাম, আছি ও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা–মাটি–মানুষ জিন্দাবাদ।”

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version