Thursday, August 28, 2025

“অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত”! দিনহাটায় রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে পাল্টা উদয়ন

Date:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) একেবারে ‘গ্রাউন্ড জিরো’ (Ground Zero) থেকে তদারকি করবেন বলে জানিয়েছিলেন। আর নিজের কথা রাখতেই এবার অশান্ত দিনহাটাকে (Dinhata) ‘শান্ত’ করার লক্ষ্যে অবিচল রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। দুপুর সাড়ে ১২ টার বিমানে তিনি দিনহাটার উদ্দেশে রওনা হবেন বলে রাজভবন সূত্রের খবর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিকেলেই তিনি পৌঁছে যাবেন দিনহাটায়। এদিন দিনহাটা পরিদর্শনের পর রাতে কোচবিহারে থাকবেন রাজ্যপাল, রাজভবন সূত্রে এমনটাই খবর। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) প্ররোচনায় রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে দিনহাটা। নিশীথ ও তাঁর সমর্থকদের আঘাতে আক্রান্ত হন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

যদিও ঘটনার বিস্তারিত রিপোর্ট মঙ্গলবার রাতেই চেয়ে পাঠিয়েছে রাজভবন। আর বুধবার বিকেলে সেই দিনহাটা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। তবে রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, অতীতেও এখানে অনেকবারই অনেক রাজ্যপাল এসেছেন। কিন্তু সেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। রাজ্যপাল আসতেই পারেন কিন্তু অনুরোধ করব তিনি যেন বিজেপির নেতাদের কথায় না চলে সাধারণ মানুষের কথার বেশি গুরুত্ব দেন। উদয়ন আরও বলেন, ঘটনার প্রতিবাদে আমরা বনধ ডেকেছি। সাধারণত আমরা বনধ সমর্থন করি না। কিন্তু বিশেষ পরিস্থিতিতে প্রতিবাদ হিসাবে এই বনধ ডাকা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন। তবে মঙ্গলবারের গন্ডগোল বিজেপি পরিকল্পনামাফিক করেছে বলেও অভিযোগ উদয়নের। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ গন্ডগোলে যদি তাঁর কোনওরকম ভূমিকা রয়েছে বলে দেখতে পান রাজ্যপাল, তাহলে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। এদিকে ঘটনার জেরে ইতিমধ্যে নিশীথ প্রামানিক সহ ৫০ জন গেরুয়া সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version