Thursday, August 28, 2025

৩১ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকার প্রথম কিস্তির টাকা: আশ্বাস অভিষেকের

Date:

রাজনৈতিক ভাবে লড়াই করতে না পারে বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ২০২১-এ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) ভরাডুবির পর থেকে আবাস, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। ৩১ডিসেম্বরের মধ্যে আবাসের টাকার প্রথম কিস্তি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। বুধবার বসিরহাটে সভা থেকে আশ্বাস দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

বাংলার প্রাপ্য দাবিতে দিল্লির রাজপথ থেকে শুরু করে কলকাতার রাজভবন-অবস্থান আন্দোলন করে ঝড় তুলেছিলেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি আদায় অবস্থান বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন। কিন্তু রাজনৈতিকভাবে পেরে না উঠে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি। কেন্দ্রের উপর ভরসা না করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা বাংলার গরিব মানুষকে দিচ্ছে রাজ্য সরকার। এদিনের সভা থেকে অভিষেক বলেন, বাংলা কারোর কাছে মাথা নত করবে না। ভিক্ষা চাইবে না। গত ৫-৭ বছর ধরে অনেক আবেদন নিবেদন হয়ে গিয়েছে। বাংলা কারও কাছে ভিক্ষে চায় না। ২০১৭-১৮ তে যে আবাসের সমীক্ষা হয়েছিল একুশের নির্বাচনে বাংলায় হেরে গিয়ে তার একটি পয়সাও দেয়নি কেন্দ্র। প্রকৃত আবেদনকারীদের ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা দেবে রাজ্য সরকার। প্রথম কিস্তি টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে- আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক (Abhishek Bandyopadhyay) বলেন, ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে সংখ্যাটা ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে। অভিষেক বলেন, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। রাজ্য সরকার এই টাকা দেবে।




Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version