Sunday, August 24, 2025

লোকসভা ভোটের মুখে প্রকাশ্যে বিজেপির ‘প্রতিহিংসা’! স্বরূপের বাড়িতে আয়কর হানায় চাঞ্চল্য

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিন যত এগিয়ে আসছে ততই তল্লাশির নামে বিরোধীদের হেনস্থা করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Modi Govt)। বিশেষত যেসব বিরোধী রাজ্যে বিজেপি (BJP) পরিষ্কার বুঝতে পারছে তাঁদের ভালো ফলের আশা নেই, সেই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠিয়ে ম্যারাথন হেনস্থা করা হচ্ছে বিরোধীদের। সেই তালিকায় সবার প্রথমেই রয়েছে বাংলার নাম। যেখানে সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জোর করে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করছে মোদি সরকার। যদিও দিনভর তল্লাশি শেষে আসল নিটফল যে বড় শূন্য তা আগেও প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। বুধবার সাতসকালে সেই ছবিই সামনে এল। এদিন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বাড়িতে হানা আয়কর দফতরের আধিকারিকদের (Income Tax Department)। সকাল সাড়ে ৫টা নাগাদ স্বরূপ তাঁর নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থা। তবে আয়কর দফতর সূত্রের খবর, রিয়েল এস্টেট সংক্রান্ত মামলার তদন্তে এই হানা।

এদিন আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকেই স্বরূপের গোটা বাড়ি ঘিরে ফেলেছে তল্লাশি চলছে বলে খবর। তবে শুধু স্বরূপের বাড়িই নয়, এদিন একযোগে কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আয়কর আধিকারিকরা। তবে সাতসকালে আচমকা তদন্তকারীদের হানায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version