Friday, January 9, 2026

দুর্গাপুরে সাইকেল চালিয়ে সব্জি বাজারে গিয়ে কেনাকাটা করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ!

Date:

Share post:

ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদ। ভোটের প্রচারের জন্য গোটা পরিবারকে নিয়ে দুর্গাপুরে উঠেছেন কীর্তি আজাদ।দুর্গাপুর এবং বর্ধমানে দুই জায়গাতেই পরিবার সহ তাঁর থাকার ব্যবস্থা করা হচ্ছে দলের তরফে।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নিজের এলাকায় এক প্রস্থ প্রচার সেরেছেন তিনি। এবার পরিবারও থাকবে তাঁর সঙ্গে।দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিধায়কের আবাস তাঁর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে অফিসিয়াল কাজকর্ম করতে পারেন তিনি। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস তাঁর জন্য একটি বাড়ির ব্যবস্থা করছেন বলেও জানা গিয়েছে।

আজ, বুধবার সকালে দুর্গাপুরের স্টিল টাউনশিপ জুড়ে সাইকেল চালিয়ে চণ্ডীদাস বাজারে কয়েক জন সহ কর্মীকে সঙ্গে নিয়ে সব্জি কিনতে যান কীর্তি আজাদ। বাজার করার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গেও জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থী। পথ চলতি মানুষের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি।

এর আগে নাম ঘোষণার হওয়ার পরই একপ্রস্থ প্রচার সেরে ফেলেছেন ভারতীয় বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্য। দলীয় নেতৃত্বকে নিয়ে দুর্গাপুরের একাধিক গ্রামে গ্রামে ঘুরে এসেছেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে দুর্গাপুর পশ্চিম, গলসি বিধানসভা কেন্দ্রগুলোতে বাড়তি জোর দেওয়া হচ্ছে। গত বছর মাত্র ৩ হাজার ভোটের ব্যবধানে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। এবার আসনটি পুনরুদ্ধার করা যাবে বলেই ধারণা জেলা নেতৃত্বের।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...