Friday, August 29, 2025

এক গ্রেফতারিই ভোটের আগে ঐক্যবদ্ধ করে দিল বিরোধী শিবিরকে।
লোকসভার ভোটপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে সমস্ত বিজেপি বিরোধী দল। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী), ডিএমকে, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), সিপিএম-সহ দেশের বিরোধী দলগুলি একযোগে ভোটের মুখে এই নজিরবিহীন কাণ্ডের সমালোচনা করেছে। বিরোধীদের অভিযোগ, মোদি সরকারের নির্দেশে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করেছে বিজেপির শাখা সংগঠন ইডি। এর আগে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও চক্রান্ত করে জেলে পাঠানো হয়েছে। ভয় দেখিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে বিজেপির অস্ত্র এখন ইডি-সিবিআই। বিজেপির প্রতিহিংসার নীতি কার্যকর করতে গিয়ে এই সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়েছে। অজিত পাওয়ার, অশোক চৌহান, হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে যোগ দেওয়ায় তদন্ত থেকে ছাড় পেয়েছেন। এতেই প্রমাণিত, দুর্নীতি নিয়ে কথা বলার অধিকারই নেই মোদির দলের। আর এজেন্সিগুলির ভূমিকা এখন দলবদলের জন্য ভয় দেখিয়ে চাপ তৈরি করা। বিরোধী নেতাদের প্রতিক্রিয়া, এই প্রতিহিংসার রাজনীতি আগামী দিনে বুমেরাং হবে বিজেপির জন্য।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডলে লিখেছেন, ভোটপ্রক্রিয়া শুরু হওয়ার পরেই এই ঘটনা! বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা, মুখ্যমন্ত্রী, নির্বাচনী এজেন্ট, কর্মীদের হেনস্থা গ্রেফতার করা হচ্ছে। তাহলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কী? ডেরেক লিখেছেন, বেআইনি অধ্যাদেশ জারি করে কেজরির প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ভোটের আগেই যদি এভাবে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করা হয়, কীভাবে নিরপেক্ষ ভোট সম্ভব? যদি সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন যদি এখন পদক্ষেপ না করে, বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে কারা এগিয়ে আসবে?

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version