Sunday, November 9, 2025

কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে অশান্ত দিল্লি! বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে ভ্যানে তুলল পুলিশ

Date:

Share post:

আবগারি মামলায় বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। বর্তমানে দিল্লির (Delhi) ইডি দফতরেই রয়েছেন তিনি। এদিকে ভোটের মুখে আপ প্রধানকে ক্ষমতার জোরে গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারের সংস্থার বিরুদ্ধে সরব আম আদমি পার্টির নেতা, কর্মীরা। বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানার পর থেকেই রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দেশের রাজধানী শহর। এদিকে শুক্রবার দুপুর ২টোর কিছু সময় পর পিএমপিএলএ আদালতে তোলা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আর সেকারণেই সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় চলছে বিক্ষোভ।

আম আদমি পার্টির তরফে অভিযোগ, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। তাঁদের একেবারেই বাইরে বেরতে দিচ্ছেন না ইডি আধিকারিকরা। পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন শয়ে শয়ে সমর্থক। এদিকে কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কারণে দিল্লির আইটিওতে আম আদমি পার্টির কর্মীদের আটক করেছে পুলিশ। বাদ যাননি দিল্লির মন্ত্রীরাও। সৌরভ ভরদ্বাজ থেকে শুরু করে আতিশিকে এদিন আটক করেছে পুলিশ। এদিন তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাতে আবগারি মামলায় মদ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় ইডির দল। প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। গ্রেফতারের পরপরই আপ নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের বিক্ষোভের জেরে দিল্লির রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো পরিষেবাও।

spot_img

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...