Friday, November 14, 2025

চতুর্থ তালিকাতেও ব্রাত্য বাংলা, ২৩ আসনে প্রার্থী পাচ্ছে না বিজেপি!

Date:

ভোট (election)নিয়ে বড় বড় কথা বলে শেষমেশ তালিকা প্রকাশ করতে দূরবীন দিয়ে প্রার্থী খুঁজতে হচ্ছে পদ্মশিবিরকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Loksabha election)চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি (BJP),কিন্তু সেখানে নাম নেই বাংলার। উলটে প্রার্থী খুঁজতে নাকি জরুরি তলবে শুভেন্দু- সুকান্তকে (Shubhendu Adhikari- Sukanta Bhattacharya)দিল্লি ডেকে পাঠিয়েছে হাইকম্যান্ড।

গত ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থীতালিকা ঘোষিত হয়। সেখানে ১৯৫ জন প্রার্থীর মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেয়েছিলেন। কিন্তু পরের তিন দফায় বাংলায় বাকি আসনগুলির নাম নেই। চতুর্থ তালিকায় তামিলনাড়ুর ১৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একমাত্র লোকসভা আসনের প্রার্থীর নাম রয়েছে। তামিলনাড়ুতে বিজেপির টিকিটে লড়ছেন চিত্রতারকা শরথকুমারের স্ত্রী রাধিকা। পুদুচেরিতে শাসকদল এনআর কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। সেখানে একটি আসনে গেরুয়া দল প্রার্থী করেছে প্রাক্তন কংগ্রেস নেতা তথা জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ নমশিবায়নকে। কিন্তু বাংলার তালিকা কোথায়? দার্জিলিং, তমলুক, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতার মতো গুরুত্বপূর্ণ আসনে এখনও প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি বিজেপি। টিকিট পাননি দিলীপ ঘোষের মতো দাপুটে নেতা। রাজ্যে যে বিজেপির কোনও সংগঠনই নেই তা বাংলার মানুষের কাছে বেশ পরিস্কার হয়ে গেছে। মুখে যতই গ্যারান্টির কথা বলুক না কেন পদ্ম শিবির আসলে ‘জুমলা’ সরকার, তাই ৪২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমসিম খাচ্ছে ভারতীয় জনতা পার্টি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version