ভোটে প্রার্থী হচ্ছেন অভিনেতা যশ! কী বলছেন নুসরত

এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন পিয়ার ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত। টলিপাড়ার নির্বাচনে নেই নুসরত। ভোটের ময়দানেও টিকিট পাননি। তবে যশকে সমর্থন করবেন এটাই স্বাভাবিক।

টলিপাড়ার বহুল চর্চিত জুটি যশ – নুসরত (Yash Dasgupta- Nusrat Jahan)। দুজনেই রাজনীতির ময়দানে লড়াই করেছেন। একে অন্যের প্রতিপক্ষ না হলেও দুই পরস্পর বিরোধী দলের হয়ে সাধারণ নির্বাচনে লড়েছেন যুগলে। নুসরত জাহান তৃণমূলের টিকিটে জিতে গত লোকসভা নির্বাচনে বসিরহাটের সাংসদ হয়েছিলেন। যশ দাশগুপ্ত আবার পদ্মের টিকিতে একুশের নির্বাচনে লড়াই করে হেরে গেছেন। তবে সক্রিয় রাজনীতি থেকে আপাতত দুজনেই অনেকটা দূরে। তাহলে নির্বাচনে প্রার্থী কীভাবে হচ্ছেন যশ? জানা যাচ্ছে লোকসভা নির্বাচন নয়, ইম্পার (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) ভোটের প্রার্থী হয়েছেন অভিনেতা।

আজ ইম্পার (EIMPA) নির্বাচনে প্রযোজক বিভাগে যশের নাম রয়েছে। পরিবেশক, প্রদর্শক, প্রযোজক-সহ বেশ কয়েকটি বিভাগে ভোট গ্রহণ হবে বলেই সিনেপাড়া সূত্রে খবর। প্রযোজক বিভাগের চেয়ারম্যান পদে লড়বেন ঋতব্রত ভট্টাচার্য। তাঁর অধীনে ছ’জনের সদস্যপদে রয়েছে পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, প্রদীপ চুড়িওয়াল, রেশমি মিত্র, বিজয় কল্যাণী ও যশের নাম। এক্ষেত্রে এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন পিয়ার ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত। টলিপাড়ার নির্বাচনে নেই নুসরত। ভোটের ময়দানেও টিকিট পাননি। তবে যশকে সমর্থন করবেন এটাই স্বাভাবিক। অভিনেত্রী বলছেন প্রযোজক হিসেবে তাঁরা সম্পূর্ণ নতুন, তবে কিছু করতে গেলে অনেকটা শিক্ষা গ্রহণ করতে হবে। তাই এই সুযোগ দেওয়ার জন্য ইম্পাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে