Friday, December 12, 2025

নাগরিকত্ব দিতে এবার অসমে ‘নতুন’ আইন! বিতর্কিত ঘোষণা হিমন্তের

Date:

Share post:

নাগরিকত্ব দিতে শর্ত ঘোষণা করে বিতর্কের মুখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গোটা দেশে যখন নাগরিকত্ব আইন (CAA) লাগু করে নির্দিষ্ট তিন প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে তখন বাংলাদেশ থেকে আসা মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করে নতুন বিতর্ক শুরু করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)। কেন্দ্র সরকার যেখানে অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার পথে সেখানে হিমন্তের এই ঘোষণা আশঙ্কা তৈরি করছে নাগরিকত্ব নিয়ে নতুন আইনেরও।

এবার সরাসরি কিছু শর্ত আরোপ করে অসমের বাংলাদেশ থেকে আসা বাংলাভাষি মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “ওদের দুইয়ের বেশি সন্তান গ্রহণ ও একাধিক বিবাহ (polygamy) বন্ধ করতে হবে যেহেতু এগুলো অসমীয়াদের সংস্কৃতি নয়।” পাশাপাশি তিনি বলেন, “এটাই হল ওদের সঙ্গে এই রাজ্যের আদিবাসীদের ফারাক। যদি তারা এই অভ্যাস ত্যাগ করতে পারে এবং অসমীয়াদের সংস্কৃতিকে গ্রহণ করতে পারে তাহলে কোনও এক সময়ে তাঁরা রাজ্যের আদিবাসী হয়ে উঠতে পারেন।”

২০১৯ সালে সিএএ আইন পাশের পরে অসম সরকার সেই আইন লাগু করেছিল। নাগরিকত্ব দেওয়ার পদ্ধতিতে কয়েক হাজার মানুষের নাগরিকত্ব বাদ পড়েছিল। তার মধ্যে একটা বিরাট অংশ ছিলেন বাংলাদেশ থেকে আসা বাঙালি মুসলমান। বর্তমান আইন (CAR) অনুযায়ী যেখানে বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রীষ্টানদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্র, তখন অসমে বাংলদেশের মুসলমানদের জন্যও নাগরিকত্বের ‘আইন’ তৈরি করে ফের বিতর্কে হিমন্ত।

spot_img

Related articles

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...