রঙের উৎসবেও বি.ষাদ! স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে মৃ.ত্যু ২ কিশোরের, নিখোঁজ ১

রং খেলে গঙ্গায় স্নান করতে নেমেছিল চার যুবক। এরপরই ঘটলো বিপত্তি। তিন যুবক তলিয়ে যায়। এদের মধ্যে দুজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ এক। ঘটনাটি ঘটেছে খড়দহ থানার পানিহাটির আশ্রম ঘাটে। মৃতদের নাম নীরজ রজক এবং রনিত কুমার রায়। আর এক নিখোঁজ কিশোর আদিত্য সাউয়ের এখনও হদিশ মেলেনি। তাঁর খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনেরই বাড়ি আগরপাড়ার শ্যামাদাস ব্যানার্জী স্ট্রিট এলাকায়।

সোমবার দোলের দিন সকাল থেকেই বন্ধুদের সঙ্গে রঙ খেলছিল আদিত্য, নীরজ এবং রনি। একটু বেলার দিকে রঙ খেলা শেষ হলে তাঁরা আরেক বন্ধু শিবমকে সঙ্গে নিয়ে গঙ্গায় স্নান করতে পানিহাটির আশ্রম ঘাটে যায়। একসঙ্গেই চার কিশোর নামে গঙ্গায়। পুলিশ সূত্রে খবর, আচমকাই সেইসময় গঙ্গায় বান আসায় জলের টানে তলিয়ে যায় তিনজন। শিবম কোনও মতে সাঁতরে ঘাটে উঠে প্রাণে বাঁচে। তারপর সে নিখোঁজ বন্ধুরদের পরিবারকে তলিয়ে যাওয়ার খবর জানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ এবং নিখোঁজ কিশোরদের পরিবারের লোকেরা। বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ ডুবুরিরা গঙ্গায় নেমে শুরু করে তল্লাশি।

পরিবার সূত্রের খবর, ছেলেদের গঙ্গায় স্নান করার কথা বাড়ির লোক জানতেন না। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে। তিনি বলেন, রঙ খেলার পর চার বন্ধু গঙ্গায় এসেছিল স্নান করতে। গঙ্গায় বান এসে যাওয়ায় জলের টানে তিনজন তলিয়ে যায়। একজন কোনমতে বেঁচে নিখোঁজ বন্ধুদের বাড়িতে খবর দেয়।

আরও পড়ুন- কেজরি ইস্যুতে ন্যায়ের দাবিতে জার্মানির পর এবার আসরে আমেরিকা

Previous articleকেজরি ইস্যুতে ন্যায়ের দাবিতে জার্মানির পর এবার আসরে আমেরিকা
Next articleপাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬, টার্গেটে চিনা ইঞ্জিনিয়াররা