Sunday, August 24, 2025

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে অভিমানী বিরাট, দিলেন সমালোচনার জবাব

Date:

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সৌজন্যে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৭৭ রান করেন তিনি। একটা সময় যখন একের পর এক উইকেট পরতে থাকে, তখন ব্যাট হেতে দলকে ভরসা দেন তিনি। আর সেই সুবাদে ম্যাচের সেরাও হন তিনি। আর ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে অভিমানী বিরাট। দিলেন সমালোচনার জবাব। বললেন , বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য আমার নাম ব্যবহার হয়।

ম্যাচ শেষে বিরাট বলেন, “ আমি জানি এখন আমার নাম বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য ব্যবহার হয়। তবে এখনও মনে হয় টি-২০ ক্রিকেটে কিছু দেওয়ার বাকি আছে আমার।”

এদিকে ইংল্যান্ড সিরিজ না খেলা এবং ছেলের জীবনে আসা নিয়ে মুখ খুললেন বিরাট। এই নিয়ে বিরাট বলেন, “এমন একটা জায়গায় চলে যেতে চেয়েছিলাম, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। দুটো মাস শুধু নিজের মতো থাকতে চেয়েছিলাম। একেবারে স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। এই অভিজ্ঞতাটা অসাধারণ। আমি এখন দুই সন্তানের বাবা। পরিবারগত ভাবে আমার জীবনটাই বদলে গিয়েছে। একসঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছি। মেয়ের সঙ্গে সময় কাটাতে পেরেছি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, পরিবারের সঙ্গে এতটা সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি তো দলের ক্রিকেটারদের বলছিলাম, গত দু’মাসে এত চিৎকার শুনিনি। আমার যে আরেকটা দিক আছে, সেটা গত দু’মাসে বুঝতে পেরেছি। এই উপলব্ধিটা অসাধারণ।”

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট


Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version