বিডিও-কে হুমকি! হিরণকে শোকজ নির্বাচন কমিশনের

এলাকায় প্রশাসনিক আধিকারিক বিডিও, এসডিও-দেরও এলাকায় ঢুকতে দিতে উপদেশ দিচ্ছেন তিনি। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "জেতার পরে কীভাবে টাইট দিতে হয়"

নির্বাচনী বিধি ভেঙে সরকারি আধিকারিককে হুমকি ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত এবার বিজেপির আরও এক তারকা প্রার্থী হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই বুধবার প্রার্থীকে শোকজ নোটিশ দেয় কমিশন।

একটি ভিডিও-তে দেখা যায় ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ির ঘরে বসে হুমকি দিচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ। সিনেমায় যেভাবে সচরাচর দেখা যায়, অভিনেতা প্রার্থী সেই অভ্যাস ভুলতে না পেরেই এলাকার মানুষকে বার্তা দিচ্ছেন পুলিশকে ঢুকতে না দেওয়ার। এমনকি এলাকায় প্রশাসনিক আধিকারিক বিডিও, এসডিও-দেরও এলাকায় ঢুকতে দিতে উপদেশ দিচ্ছেন তিনি। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “জেতার পরে কীভাবে টাইট দিতে হয়”, তাও দেখে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে প্রার্থী হিরণকে শোকজ করে কমিশন। প্রার্থীর উত্তরের পরে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

Previous articleউন্নয়নের খতিয়ান তুলে প্রচারের নির্দেশ: স্থানীয় নেতৃত্বকে সর্তকবার্তা অভিষেকের
Next articleজাতীয় দলের  কোচ নিয়ে জর্জরিত পাকিস্তান, সচিনের সতীর্থ লুক রঙ্কিকে প্রস্তাব