Sunday, January 11, 2026

বেলুড় মঠে শ্রদ্ধা, অগণিত ভক্তের চোখের জলে রামকৃষ্ণলোকে যাত্রা করলেন স্বামী স্মরণানন্দ

Date:

Share post:

অগণিত ভক্তের চোখের জলে রামকৃষ্ণলোকে যাত্রা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ (Swami Smaranananda Maharaj)। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ মহারাজের মরদেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। সাংস্কৃতিক ভবনে মহারাজের দেহ শায়িত রাখা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত ভক্ত ফুল ও মালা দিয়ে মহারাজকে শেষ শ্রদ্ধা জানান। রাতেই অধ্যক্ষ মহারাজকে শ্রদ্ধা জানান বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। বুধবার সকালে বেলুড় মঠে এসে মহারাজকে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ রায় (Aroop Roy)।

সাংস্কৃতিক ভবনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ ও শ্রী সারদা মায়ের পায়ের কাছে রাত ৮টা পর্যন্ত অধ্যক্ষ মহারাজের দেহ শায়িত থাকে এরপর মায়ের সামনে তাঁকে গঙ্গাস্নান করিয়ে নববস্ত্র পরানো হয়। সেখানে সন্ন্যাসীরা সমস্ত উপাচার পালন করেন। মঠ চত্বরে মহারাজের দেহ ঘোরানো হয়। রামকৃষ্ণদেবের মূল মন্দির, ব্রহ্মানন্দের মন্দির, স্বামীজির মন্দির হয়ে বেলুড় মঠে গঙ্গার তীরে মহারাজদের জন্য নির্দিষ্ট অন্ত্যেষ্টি ক্রিয়া স্থলে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সম্পূর্ণ চন্দন কাঠে অধ্যক্ষ মহারাজের শেষকৃত্য সম্পন্ন হয়। বেলুড় মঠের সন্ন্যাসী ও মহারাজররা সমবেত রামকৃষ্ণশ্লোক-গান ও মন্ত্রোচ্চারণ করতে থাকেন।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগভোগের পর মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে প্রয়াত হন স্মামী স্মরণানন্দ মহারাজ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, আগামী ৭ এপ্রিল বেলুড় মঠে অধ্যক্ষ মহারাজের ভাণ্ডারা হবে। ওইদিন লক্ষাধিক ভক্ত ভান্ডারায় অংশ নেবেন। আমাদের সংঘের নিয়ম মেনে নতুন অধ্যক্ষ স্থলাভিষিক্ত হবেন। এর জন্য প্রায় ১ মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে অধ্যক্ষের পদ খালি থাকবে না। আমাদের ট্রাস্টি বোর্ডের প্রবীণতম মহারাজকে অস্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। তাঁর অধীনেই সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। এই ব্যাপারে শীঘ্রই সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দু.র্নীতি! অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্যে অ.স্বস্তিতে বিজেপি

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...