Monday, August 25, 2025

লোকসভা ভোটে কমিশনের নজরে বাংলা, রাজ্যে আসছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক!

Date:

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election)আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সব থেকে বেশি নজর বাংলায়। ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (CRPF) আসছে শুরু করেছে। এবার বাংলায় নিয়ে আসা হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে (Anil Kumar Sharma) লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (EC) বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

একুশের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকেই বাংলাকে টার্গেট করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। একদিকে যেমন তারা ইডি -সিবিআই এর মতো এজেন্সি ব্যবহার করে তৃণমূল নেতাদের বিপাকে ফেলার চেষ্টা করছে, পাশাপাশি আবার সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটের দফা বাড়ানোয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন আবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত ঘিরে জল্পনা বাড়ছে। সাধারণভাবে ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন, তবে নির্বাচনের এতটা আগে থাকতে সেটা হয় না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে আসলে বাংলায় হেরে যাওয়ার ভয় থেকেই কমিশনকে ব্যবহার করে এই ধরনের পদক্ষেপ করাচ্ছি বিজেপি। একেবারে চণ্ডীগড় থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তাকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে আয়-ব্যয় পর্যবেক্ষক, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক রয়েছেন। বাংলার জন্য আগেই তিন জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলায় তিনটি আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য ৩ জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কোচবিহারের জন্য আইআরএস সঞ্জয় কুমার, জলপাইগুড়ির জন্য মদনমোহন মীণা ও আলিপুরদুয়ারের জন্য শালম কে দুর্গেশ যাদবকে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছে। ইতিমধ্যেই বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন। এবার আগামী ১ এপ্রিলের মধ্যে রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে খবর।

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version