১) আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। জয়পুরে রাজস্থান রয়্যালস নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নিল। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৮৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে গেল ১৭৩ রানে। রাজস্থানের হয়ে ৮৪ রানে অপরাজিত থাকেন ঋয়ান পরাগ।

২) আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হারে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে রেকর্ড রান করে হায়দরাবাদ। টুর্নামেন্টে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়ে হায়দরাবাদ। ট্রাভিস হেড, ক্লাসেন, অভিষেক শর্মাদের সামনে দাঁড়াতেই পারেননি যশপ্রীত বুমরাহ, কটজেরা। এমনি বল হাতে দাঁড়াতে পারেননি হার্দিক পান্ডিয়া নিজেও। তাইতো ম্যাচ শেষে ম্যাচ হেরে বোলারদের পাশে দাঁড়ালেন মুম্বই অধিনাক। মুম্বই অধিনায়কের মতে, তাঁর দলের বোলারেরা যথাসাধ্য চেষ্টা করেছেন।

৩) গত মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে ভারতীয় দল। এই হারের ফলে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্যায়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ এখনও আশা ছাড়ছেন না। জাতীয় কোচ মনে করছেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা।

৪) প্রথমবার লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান । আসন্ন লোকসভা ভোটে বহরমপুরে তৃণমূলের প্রার্থী তিনি। জোর কদমে করছেন নির্বাচনীর প্রচার, আর তারই মাঝে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন ইউসুফ। প্রশ্ন তুললেন হার্দিকের অধিনায়কত্ব নিয়ে।

৫) আন্তর্জাতিক ফ্রেন্ডলির বিরতি কাটিয়ে শনিবার থেকে শেষ পর্বের আইএসএলের খেলা শুরু হচ্ছে। আর রবিবার যুবভারতীতে ঘরের মাঠে লিগ-শিল্ড জয়ের লক্ষ্যে নতুন লড়াইয়ে নামছে দু’নম্বরে থাকা মোহনবাগান । রবিবার বাগানের সামনে চেন্নাইয়ান এফসি।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
