Friday, November 28, 2025

উত্তরপাড়ায় প্রচারে মানুষকে সঙ্ঘবদ্ধ হওয়ার ডাক দীপ্সিতার

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী করা হয়েছে দীপ্সিতা ধরকে। গত বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। এবার তাঁকে দেওয়া হল শ্রীরামপুর আসনের টিকিট। এই কেন্দ্র থেকে তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। অঙ্কের হিসেবে অনেকটা পিছিয়ে থাকলেও এই আসনে কি কঠিন লড়াই দিতে পারবেন দীপ্সিতা?

গত লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রেই অনেকটা পিছিয়ে রয়েছে সিপিএম যার মধ্যে জাঙ্গিপাড়া, শ্রীরামপুর, ডোমজুড় কেন্দ্র থেকে অনেকটাই পিছিয়ে ছিল বামেরা। এর মধ্যে গত বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আইএসএফ। অন্যদিকে, ডোমজুড় কেন্দ্রে সিপিএম প্রার্থী দিলেও মাত্র ৯ শতাংশ ভোট ছিল। গত বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বাম শরিক আরএসপি প্রার্থী দেয়। সেখানেও মাত্র ৪ শতাংশ ভোট পায় সিপিএম। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকেই সবথেকে কম ভোট পড়েছিল সিপিএম প্রার্থীরা ভোট বাক্সে। সেক্ষেত্রে ভোটের শতকরা হার বাড়ানোটাই এখন লক্ষ্য সিপিএমের।বাম যুব নেত্রী শুক্রবার প্রচার করলেন উত্তরপাড়া এলাকায়। মানুষের সঙ্গে কথা বললেন বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে সঙ্ঘবদ্ধ করার ডাক দিলেন।

দীপ্সিতা বলেন, ‘৪২ টা সিটই টাফ। কারণ যাঁদের বিরুদ্ধে লড়াই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। তাই ভোটারদের বলব, নিজের ভোটটা নিজে দিন। তারপর তো জয় পরাজয়।’ তিনি জানান, কারও মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই। আমাদেরও বিশ্বাস করবেন না। কাজ দেখে বিচার করুন। তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে দীপ্সিতা ধর জানান, তিনটে সরকারকেই দেখেছেন। কারা কী করেছে দেখুন। সেটা ইউপিএ ১ এর একশ দিনের কাজ হোক,রাইট টু ইনফরমেশান হোক বা রাইট টু এডুকেশান হতে পারে।






 

spot_img

Related articles

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৮ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৬৩০ ₹ ১২৬৩০০ ₹ খুচরো পাকা সোনা ১২৬৯৫...

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...