Sunday, August 24, 2025

কমিশনে নির্বাচনী বিধিভঙ্গ, বিজেপির ক্ষমতা অপপ্রয়োগের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির জমিদারি মনোভাবে নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) ভঙ্গের একাধিক অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ প্রতিনিধিদল। ক্ষমতার অপপ্রয়োগে কীভাবে বিরোধীদলের একের পর এক মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পথে গিয়েছে বিজেপি এবং অন্যান্য বিরোধীদলকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অভিযোগের ভয় দেখানোর চেষ্টায় যে আদতে নির্বাচন কমিশনের সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ (level playing field) বজায় রাখার নীতিকেই বুড়ো আঙুল দেখানো হচ্ছে, কমিশনে সেই অভিযোগও জানান তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল (five member committee)। তাঁদের অভিযোগের ভিত্তিতে সোমবার আলোচনায় বসার আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India), জানান তৃণমূল নেতৃত্ব। সোমবার ফের কমিশনে বৈঠকে যাবেন দলীয় নেতৃত্ব।

তৃণমূলের পক্ষ থেকে শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতের যান সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ সাকেত গোখলে, সাংসদ দোলা সেন, সাংসদ সাগরিকা ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা। তাঁরা অভিযোগ জানান, ক্রমাগত প্রতিহিংসার রাজনীতিতে তৃণমূলের নির্বাচনী প্রচার ব্যহত করার প্রক্রিয়া চালাচ্ছে বিজেপি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি যার উদাহরণ। কেন্দ্রীয় এজেন্সিগুলি বিশেষভাবে বাংলাকে টার্গেট (target) করেছে। ইডি, সিবিআই, আয়কর দফতরের পরে এনআইএ (NIA)-কে দিয়েও তৃণমূল কর্মীদের দলীয় কাজ করার ও প্রচারের সময় ব্যাঘাত ঘটানো হচ্ছে। অন্যদিকে একই ধরনের কার্যকলাপে বিজেপি শাসিত রাজ্যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদলকে হেনস্থা করার পরেও অন্য পন্থা নিয়েছে বিজেপি। নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে রাজ্যে উত্তেজনার পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও কমিশনে অভিযোগ জানান পাঁচ সদস্যের প্রতিনিধিদল। পাশাপাশি রাজ্যস্তরের আধিকারিকদের অনেক রদবদল করা হচ্ছে। উল্টোদিকে কেন্দ্রীয় স্তরের আধিকারিকদের কোনও রদবদল হচ্ছে না, যার ফলে আবারও সেই সুষ্ঠু প্রতিযোগিতার (level playing field) পথে বাধা তৈরি হচ্ছে বলে তৃণমূলের অভিযোগে উল্লেখ করা হয়। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে ফের আলোচনায় যোগ দেবে তৃণমূল।

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...