সোমালি জলদস্যুদের হাত থেকে ‘আল-কাম্বার ৭৮৬’ উদ্ধার ভারতীয় নৌসেনার!

বাড়ছে জলদস্যুদের (Pirates in Arabian sea) দাপট। চলতি মাসেই সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পণ্যবাহী জাহাজকে উদ্ধার করার পর এবার নয়া সাফল্য ভারতীয় নৌসেনার (Indian Navy)। এবার রুদ্ধশ্বাস ১২ ঘণ্টার অপারেশন শেষে ‘আল-কাম্বার ৭৮৬’কে (Al Kambar 786) উদ্ধার করা সম্ভব হল। আরবসাগরে এই অভিযানে ২৩ জন পাকিস্তানি নাবিককেও উদ্ধার করেছে ভারত।

নৌসেনার তরফে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকাটি অপহরণ করে ৯ সশস্ত্র জলদস্যু! খবর পাওয়া মাত্রই দ্রুত ভারতীয় নৌসেনার টহলদারি জাহাজ ‘INS সুমেধা’ ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের ব্যবধানে যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূলও পৌঁছে যায়। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জলদস্যুদের কবল থেকে উদ্ধার নৌকা ও নাবিকরা। কিছু পরীক্ষার পর স্বাভাবিক কাজে ফেরানো হবে উদ্ধার হওয়া নৌকাকে।

 

Previous article১ এপ্রিল থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় বদল, বাড়ছে ডেবিট কার্ডের চার্জ! 
Next articleআসছে বৃষ্টি, কিন্তু গরম কমবে কি? শনির সকালেও বাড়ছে অস্বস্তি