আসছে বৃষ্টি, কিন্তু গরম কমবে কি? শনির সকালেও বাড়ছে অস্বস্তি

সকাল সকাল মেঘলা আকাশে দিন শুরু হলেও বেলা বাড়তে চড়ছে তাপমাত্রার পারদ। বসন্তের গরমে ঘাম ঝরছে দক্ষিণবঙ্গবাসীর। এর মাঝেই শনি ও রবিবার বাংলা জুড়ে হতে পারে বৃষ্টি। এই খবরেই উইকেন্ডে স্বস্তির আশা দেখছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কিন্তু সোমবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে গরমের গ্রাফ!

হাওয়া অফিস বলছে আজ ও আগামিকাল দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশই থাকবে। বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার ঝড় বৃষ্টির বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে মহানগরীর পারদ। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপপ্রবাহের সতর্কতা জারি।

 

Previous articleসোমালি জলদস্যুদের হাত থেকে ‘আল-কাম্বার ৭৮৬’ উদ্ধার ভারতীয় নৌসেনার!
Next articleনজরে নির্বাচন: আজ কুলপি বিধানসভায় অভিষেকের কর্মিসভা