Thursday, August 21, 2025

রামলীলা ময়দান থেকে মোদির পাল্টা, কেজরির ছয় গ্যারান্টি শোনালেন সুনিতা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের দমন করার পন্থাকে প্রবল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে রবিবারের রামলীলা ময়দানের ইন্ডিয়া জোটের মহাসমাবেশ। প্রথমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তারপরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির পরে ৩১ মার্চের রামলীলা ময়দানের সমাবেশ ইন্ডিয়া জোটের কাছেই একটা চ্যালেঞ্জ ছিল। সেই ময়দানে যখন জোটের সব শরিকের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত, সেখানেই উপস্থিত না থেকেও ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে লেখা তাঁর বার্তা মঞ্চে পাঠ করেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। নির্বাচনের আগে সাধারণ মানুষের দরবারে না আসতে পারা দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা নিজের বার্তায় দিল্লির উন্নয়নের বার্তা দেন।

লোকতন্ত্র বাঁচাও – প্রতীজ্ঞা সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি দেখানোর চ্যালেঞ্জের মঞ্চে বিজেপির স্বৈরাচারী মনোভাবের কারণে অনুপস্থিত দুই নেতা – হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল। হেমন্তের প্রতিনিধিত্ব করেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। অন্যদিকে কেজরির চিঠি তাঁর প্রতিনিধিত্ব করে। চিঠিতে কেজরিওয়ালের দাবি, ভারতের সংস্কৃতি হাজার বছরের প্রাচীন হলেও ভারতের এই দুরবস্থা কেন। জেলে অনেক সময় পেয়েছি ভাবার। দেশের এই পরিস্থিতিতে যখন কিছু নেতা মিথ্যা প্রতিশ্রুতি দেন, আরাম-আয়েশের জীবন যাপন করে, নিজেদের বন্ধুদের সঙ্গে মিলে দেশকে লুঠ করে তখন ভারতমাতা দুঃখ পায়।

নিজের চিঠিতে কেজরিওয়াল লেখেন ইন্ডিয়া জোট তাঁর অন্তরে রয়েছে। সেই জোট ক্ষমতায় এলে দেশের ১৪০ কোটি মানুষের জন্য ছয়টি গ্যারান্টি দেবে। প্রথম গ্যারান্টি, গোটা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে দেশে, পাওয়ার কাট হবে না। দ্বিতীয় গ্যারান্টি, গরীব মানুষকে বিদ্যুতের বিল দিতে হবে না। তৃতীয়, প্রতি পাড়ায় ভালো স্কুল হবে যেখানে ধনী-দরিদ্র সমানভাবে পড়ার সুযোগ পাবে। চতুর্থ, দেশের প্রত্যেক ব্যক্তির জন্য সুস্বাস্থ্য, সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। পঞ্চম, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী এমএসপি নির্ধারণ করে দেশের কৃষকরা ফসলের সঠিক দাম পাবেন। ষষ্ঠ, দিল্লিকে পূর্ণরাজ্যের সম্মান দেওয়া হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...