Friday, December 26, 2025

রামলীলা ময়দান থেকে মোদির পাল্টা, কেজরির ছয় গ্যারান্টি শোনালেন সুনিতা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের দমন করার পন্থাকে প্রবল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে রবিবারের রামলীলা ময়দানের ইন্ডিয়া জোটের মহাসমাবেশ। প্রথমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তারপরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির পরে ৩১ মার্চের রামলীলা ময়দানের সমাবেশ ইন্ডিয়া জোটের কাছেই একটা চ্যালেঞ্জ ছিল। সেই ময়দানে যখন জোটের সব শরিকের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত, সেখানেই উপস্থিত না থেকেও ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে লেখা তাঁর বার্তা মঞ্চে পাঠ করেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। নির্বাচনের আগে সাধারণ মানুষের দরবারে না আসতে পারা দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা নিজের বার্তায় দিল্লির উন্নয়নের বার্তা দেন।

লোকতন্ত্র বাঁচাও – প্রতীজ্ঞা সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি দেখানোর চ্যালেঞ্জের মঞ্চে বিজেপির স্বৈরাচারী মনোভাবের কারণে অনুপস্থিত দুই নেতা – হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল। হেমন্তের প্রতিনিধিত্ব করেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। অন্যদিকে কেজরির চিঠি তাঁর প্রতিনিধিত্ব করে। চিঠিতে কেজরিওয়ালের দাবি, ভারতের সংস্কৃতি হাজার বছরের প্রাচীন হলেও ভারতের এই দুরবস্থা কেন। জেলে অনেক সময় পেয়েছি ভাবার। দেশের এই পরিস্থিতিতে যখন কিছু নেতা মিথ্যা প্রতিশ্রুতি দেন, আরাম-আয়েশের জীবন যাপন করে, নিজেদের বন্ধুদের সঙ্গে মিলে দেশকে লুঠ করে তখন ভারতমাতা দুঃখ পায়।

নিজের চিঠিতে কেজরিওয়াল লেখেন ইন্ডিয়া জোট তাঁর অন্তরে রয়েছে। সেই জোট ক্ষমতায় এলে দেশের ১৪০ কোটি মানুষের জন্য ছয়টি গ্যারান্টি দেবে। প্রথম গ্যারান্টি, গোটা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে দেশে, পাওয়ার কাট হবে না। দ্বিতীয় গ্যারান্টি, গরীব মানুষকে বিদ্যুতের বিল দিতে হবে না। তৃতীয়, প্রতি পাড়ায় ভালো স্কুল হবে যেখানে ধনী-দরিদ্র সমানভাবে পড়ার সুযোগ পাবে। চতুর্থ, দেশের প্রত্যেক ব্যক্তির জন্য সুস্বাস্থ্য, সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। পঞ্চম, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী এমএসপি নির্ধারণ করে দেশের কৃষকরা ফসলের সঠিক দাম পাবেন। ষষ্ঠ, দিল্লিকে পূর্ণরাজ্যের সম্মান দেওয়া হবে।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...