মাত্র দুবছরে ব্যাপক সম্পত্তি বৃদ্ধি! বিজেপির দেবাশিস ধরকে কড়া আক্রমণ শতাব্দীর

দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের

প্রাক্তন আইপিএস তথা বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের শতাব্দী রায়। এক্স হ্যান্ডেলে সুর চড়িয়ে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, “২০২১ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।

শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ, সিআইডির আতস কাচের তলায় ছিল এই অফিসার। তাঁর সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।”

ভোট প্রচারে তৃণমূলের বিরুদ্ধে মূলত দুর্নীতিকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে পদ্ম শিবির। সেই বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসারের বিরুদ্ধেই এবার দুর্নীতির বিষয়ে আঙুল তুললেন তৃণমূল প্রার্থী। আর সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Previous articleবিপর্যয়ের ১২ ঘণ্টা পরে মমতাকে ফোন শাহর! সাহায্যের আশ্বাস
Next articleপ্রচারে বেরিয়ে বিরাটির শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ সৌগতর, পাশে থাকার আশ্বাস