ছত্তিশগড়ের বিজাপুরে যৌথবাহিনীর অভিযান, খতম ৯ মাওবাদী 

মাওবাদী- যৌথ বাহিনীর সংঘর্ষে বড় সাফল্য (Maoists killed by security force in Chhattisgarh)। নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত ৯ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র। এদিন সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার অন্তর্গত লেন্দ্রা গ্রামের কাছে মাওবাদী বিরোধী অভিযানে মিলেছে সাফল্য।

স্পেশাল টাস্ক ফোর্সের (STF) সদস্যরা জানিয়েছেন এদিন সকালেই গ্রামে মাওবাদীদের জড়ো হওয়ার খবর পুলিশের কাছে পৌঁছয়। এরপরই ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যদের একটি টিম সেদিকে রওনা দেয়। নিরাপত্তা বাহিনীর অতর্কিতে হামলায় কিছুটা দিশেহারা হয়ে যায় মাওবাদীরা। পরবর্তীতে তাঁরা গুলি চালালে পাল্টা জবাব দেয় যৌথ কাহিনী। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সব শান্ত হয়ে যায়। এরপরই ৯ মাওবাদীর দেহ দেখতে পায় বাহিনীর সদস্যরা। অনেক অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর। বস্তার এলাকার বিজাপুর মাওবাদীদের ‘গড়’ হিসাবে পরিচিত। চলতি বছরে এখানে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪১ জন মাওবাদী নিহত হয়েছে ।এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

 

Previous articleবিশ্বরেকর্ড হয়ে গিয়েছে, তবুও নির্বাচনে ‘হারতে’ চান পদ্মরাজন
Next articleভোটের আগে বিধায়ক লাভলির স্বামী DCP সাউথ ওয়েস্টকে সরালো কমিশন