Monday, January 12, 2026

প্রচারে বেরিয়ে ‘আক্রান্ত’র নাটক সৌমিত্রর, ‘সেটিং’ কটাক্ষ সুজাতার

Date:

Share post:

একদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। আর সেই আঁচ আরও বেড়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর ভোট প্রচারকে কেন্দ্র করে। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডলের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বাঁকুড়া। বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ঘিরে্  কনভয়ে হামলার অভিযোগ।একইসঙ্গে, বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ করা হয়েছে।

সোমবার রাতে ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার বেলুট গ্রামে। সেখানে বিজেপির ভোট প্রচার ও দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বেলুট গ্রামে ঢোকার পর হঠাৎই সৌমিত্র খাঁয়ের গাড়ি, কনভয়ে হামলা চালান বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি সহ একদল দুষ্কৃতী। এই ঘটনায় দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।গেরুয়া শিবিরের দাবি, ঘটনায় আহত হন সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র-সহ বেশ কয়েকজন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, হাসপাতাল থেকে থানায় পৌঁছে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে।তিনি শাসকদলের দিকে আঙুল তুলেছেন।যদিও সেই অভিযোগ উড়িয়ে সেটিং তত্ত্ব সামনে আনেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর দাবি, এটা একটা সেটিং গল্প। প্রচার পাওয়ার জন্য নিজেরাই লোক ঠিক করে মারধরের নাটক করছে। “সৌমিত্র ভালো অভিনেতা” বলে প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী।

বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সুজাতা বলেন, যারা সৌমিত্রর সঙ্গে ঘুরছেন তারা সাবধান হন। না হলে ভোটের প্রচার ও সেন্টিমেন্টের জন্য সৌমিত্র নিজেই কখন কোথায় দুষ্কৃতী ফিট করে রাখবে আপনারা বুঝতেও পারবেন না।এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়ার বেলুট গ্রাম। তৃণমূল ও বিজেপি দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...