Monday, May 19, 2025

প্রচারে বেরিয়ে ‘আক্রান্ত’র নাটক সৌমিত্রর, ‘সেটিং’ কটাক্ষ সুজাতার

Date:

Share post:

একদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। আর সেই আঁচ আরও বেড়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর ভোট প্রচারকে কেন্দ্র করে। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডলের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বাঁকুড়া। বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ঘিরে্  কনভয়ে হামলার অভিযোগ।একইসঙ্গে, বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ করা হয়েছে।

সোমবার রাতে ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার বেলুট গ্রামে। সেখানে বিজেপির ভোট প্রচার ও দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বেলুট গ্রামে ঢোকার পর হঠাৎই সৌমিত্র খাঁয়ের গাড়ি, কনভয়ে হামলা চালান বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি সহ একদল দুষ্কৃতী। এই ঘটনায় দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।গেরুয়া শিবিরের দাবি, ঘটনায় আহত হন সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র-সহ বেশ কয়েকজন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, হাসপাতাল থেকে থানায় পৌঁছে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে।তিনি শাসকদলের দিকে আঙুল তুলেছেন।যদিও সেই অভিযোগ উড়িয়ে সেটিং তত্ত্ব সামনে আনেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর দাবি, এটা একটা সেটিং গল্প। প্রচার পাওয়ার জন্য নিজেরাই লোক ঠিক করে মারধরের নাটক করছে। “সৌমিত্র ভালো অভিনেতা” বলে প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী।

বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সুজাতা বলেন, যারা সৌমিত্রর সঙ্গে ঘুরছেন তারা সাবধান হন। না হলে ভোটের প্রচার ও সেন্টিমেন্টের জন্য সৌমিত্র নিজেই কখন কোথায় দুষ্কৃতী ফিট করে রাখবে আপনারা বুঝতেও পারবেন না।এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়ার বেলুট গ্রাম। তৃণমূল ও বিজেপি দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...