Tuesday, January 13, 2026

নতুন সৈনিক স্কুলের ৬২% সংঘ পরিবার আর পদ্মনেতাদের হস্তান্তর কেন্দ্রের!

Date:

Share post:

দেশের সৈনিক স্কুল পরিচালনার ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলের অধীনে সৈনিক স্কুলগুলি পরিচালনা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা সৈনিক স্কুল সোসাইটির (SSS)সঙ্গে একটি বোঝাপড়া চুক্তি স্বাক্ষর করেছে। সৈনিক স্কুল শিক্ষা ব্যবস্থার ইতিহাসে, এই প্রথম সরকার বেসরকারি সংস্থার সঙ্গে SSS-কে যুক্ত করেছে। ২০২১ সালের ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার একটি বৈঠকে স্কুলগুলোকে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সৈনিক স্কুলগুলির থেকে স্বতন্ত্র এবং আলাদা ভাবে চালানোর একটি প্রস্তাব অনুমোদন দিয়েছিলেন ৷ কেন্দ্রীয় সরকারের প্রেস রিলিজ এবং RTI থেকে জানা গেছে যে এখনও পর্যন্ত ৪০ টি সৈনিক স্কুলের চুক্তির মধ্যে, কমপক্ষে ৬২% রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(RSS),বিজেপি এবং তার রাজনৈতিক শাখা সংগঠনকে দেওয়া হয়েছে।

আরটিআই-এর তথ্য বলছে ৫ মে, ২০২২ থেকে ২৭ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে অন্তত ৪০ টি স্কুল সৈনিক স্কুল সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিবদ্ধ স্কুলগুলি পর্যালোচনা করে দেখা গেছে ৪০ টি স্কুলের মধ্যে ১১ টি সরাসরি বিজেপির রাজনীতিবিদদের মালিকানাধীন বা তাদের দ্বারা পরিচালিত ট্রাস্ট এর নিয়ন্ত্রণাধীন। ৮ টি স্কুল আরএসএস এবং তার সহযোগী সংগঠনগুলি সরাসরি পরিচালনা করে। অতিরিক্তভাবে, ৬ টি বিদ্যালয়ের হিন্দুত্ববাদী সংগঠন বা অতি-ডানপন্থী এবং অন্যান্য হিন্দু ধর্মীয় সংগঠনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুমোদিত স্কুলগুলির কোনোটিই খ্রিস্টান বা মুসলিম সংগঠন বা ভারতের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দ্বারা পরিচালিত হয় না। ২০২১ সালে, কেন্দ্রীয় সরকার ভারতে সৈনিক স্কুলগুলি চালানোর জন্য বেসরকারি স্কুল সংস্থাগুলির দরজা খুলে দিয়েছিল। সেই বছর তাদের বার্ষিক বাজেটে, সরকার দেশ জুড়ে ১০০ টি নতুন সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল ।এসএসএস -নির্দিষ্ট পরিকাঠামো-জমি,বাস্তু এবং আইটি পরিকাঠামো, আর্থিক সংস্থান, কর্মী ইত্যাদি-সম্পন্ন যে কোনও স্কুল নতুন সৈনিক স্কুলগুলির জন্য অনুমোদিত হতে পারে। অনুমোদন নীতির নথি অনুসারে, পরিকাঠামোর ভিত্তিতেই স্কুল অনুমোদনযোগ্য হয়ে উঠতে পারে। এরপরই বিজেপির প্রভাব খাটানো শুরু।

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...