ভোটের আগে “নিখোঁজ” এই রাজ্যের বিজেপি প্রার্থী! ব্যাপারটা কী?

লোকসভা ভোটের মুখে (Loksabha Election) ফের অস্বস্তিতে গেরুয়া শিবির (BJP)। এবার মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী তথা ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর (Shrirupa Mitra chaudhuri) বিরুদ্ধে “নিখোঁজ” পোস্টার পড়ল। গোটা ইংরেজবাজার শহরজুড়ে এমন পোস্টারে ছয়লাপ। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কারা বা কে এই নিখোঁজের পোষ্টার ছড়িয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এ প্রসঙ্গে বিজেপির মালদা দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, এইসব কাজ তৃণমূল কংগ্রেস করে। এমন নিচু মানসিকতার কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। সাতটি বিধানসভা মিলে একটি লোকসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী বিভিন্ন লোকসভা এলাকাতে নির্বাচনী কাজকর্ম করছেন। তাতে বিজেপির পক্ষে ব্যাপক সাড়া। তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই আতঙ্কে এমন করেছে তারা। পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের।

পাল্টা দিতে ছাড়েনি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল চন্দ্র সরকার। তাঁর কথায়, বিজেপির প্রার্থী নিয়ে তাদের দলের অন্দরেই ব্যাপক ক্ষোভ রয়েছে। গত ২ বছর ইংরেজবাজার বিধায়ককে এলাকাতে পাওয়া যায়নি। ভোট প্রক্রিয়া শুরু হতেই শহর ও শহরতলি বিভিন্ন রেস্তেরাঁতে প্রচার অভিযান শুরু করছেন বিজেপি প্রার্থী একটু ভিন্নরকমে। তাই হয়তো কেউ ক্ষুব্ধ হয়ে এমন পোস্টার ছড়িয়েছে।

 

 

Previous articleমাথাটা CAA লেজ NRC, সরকারি অধিকার থাকবে না: সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো
Next articleএকেই ম্যাচ হার তার উপর মোটা জরিমানা, আইপিএল-এর শুরুতেতি সমস্যায় ঋষভ পন্থের দিল্লি