মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলে গেল মাল ব্লকের সাইলি চা-বাগান

খুলে গেল মাল ব্লকের সাইলি চা-বাগান। স্বস্তি চা-শ্রমিকদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই কাজে যোগ দিলেন শ্রমিকেরা। হঠাৎ করে গত শুক্রবার সাইলি চা-বাগান কর্তৃপক্ষ ওয়ার্ক সাসপেনশন ঘোষণা করে চা-বাগান ছেড়ে চলে যায়। অথৈ জলে পড়েন চা-বাগানের কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী। বাগান খোলার দাবি নিয়ে শ্রমিকরা সোচ্চার হয়ে ওঠেন। শ্রম দফতর তৎপরতা শুরু করে। গত শনিবার মালের সহকারী শ্রম আধিকারিক প্রণবকুমার দাস সাইলি ও নয়াসাইলি চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তাতেও সমাধান সূত্র মেলেনি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমাধান সূত্র মিলল।

মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গ সফরে আছেন। তিনি বাগান বন্ধের কথা জানার পরেই বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার ইচ্ছাপ্রকাশ করেন। রাতেই ম্যারাথন বৈঠক হয় মাল ব্লকের সাইলি চা-বাগান নিয়ে। বৈঠকে সাইলি চা-বাগান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপাক্ষিক বৈঠকে। এদিন সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকেরা এদিন যথেষ্ট খুশি। স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মিলিয়ে বাগানে কাজ করেন প্রায় ১৪০০ শ্রমিক। এক সময় ডুয়ার্সের ভাল চা উৎপাদিত হতো এই চা বাগানে। শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধা প্রদানের সমস্যা ছিল না। কিন্তু পরিস্থিতির বদল ঘটে দ্রুত। বিগত দু’‌দশক ধরে নানান সমস্যার মধ্যে দিয়ে চলেছে এই চা বাগান। বকেয়া মজুরির জন্য শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকবার বন্ধও হয়েছিল এই চা বাগান। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি শ্রমিকরা।






 

Previous articleকেরালাকে উড়িয়ে পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু লাল-হলুদের
Next articleমোদির “গ্যারান্টি-ট্রেলার”! প্রধানমন্ত্রীর ‘জুমলাবাজির’ পাল্টা ধুয়ে দিল তৃণমূল