চলতি বছরে দ্বিতীয়বার! ফের ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক-সহ আমেরিকার বিভিন্ন প্রান্ত

ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আমেরিকার নিউ ইয়র্ক (New York)। শুক্রবার আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই তীব্র কম্পনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এদিনের ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে একের পর এক আবাসন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা (Magnitude) ছিল ৪.৮। যদিও দূর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানকার বাসিন্দারা। এদিন শুধু নিউ ইয়র্কই নয়, নিউ জার্সি, পেনসিলভেনিয়াতেও কিছুটা কম তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, নিউ জার্সি থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূমিকম্পের উৎসস্থল। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। প্রশাসন ইতিমধ্যে জোরকদমে কাজে নেমে পড়েছেন। তবে চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল নিউ ইয়র্ক। এর আগে গত জানুয়ারিতে ১.৭ মাত্রার ভূমিকম্পন হয় সেখানে।

Previous articleআজ থেকেই দুয়ারে কমিশন, বাড়িতে বসেই ভোটিধিকার প্রয়োগ করতে পারবেন কারা? জানুন!
Next articleরদিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ালো মুম্বই, দলে যোগ দিলেন সূর্য