Breakfast Sports: রেকফাস্ট স্পোর্টস

১) আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় সাদা-কালো ব্রিগেড। আর এর সুবাদে ইতিহাসে মহামেডান স্পোর্টিং। ১৩৩ বছরের পুরনো শতাব্দীপ্রাচীন ক্লাব প্রথমবার আই লিগ জিতল। সেই সঙ্গে লিগ জিতে সরাসরি আগামী মরশুমের আইএসএলে খেলার ছাড়পত্রও পেয়ে গেল মহামেডান।

২) আজ আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে লাল-হলুদ। সেই ধারা বিএফসি ম্যাচেও ধরে রাখতে চায় ইস্টবেঙ্গল । এদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কারণ প্লে-অফে পৌঁছাতে গেলে ব্যাঙ্গালুরুকে হারাতেই হবে লাল-হলুদের।

৩) আবার অভিযোগ উঠল কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে। ডেভিড উইজা, গৌরব যাদবের পর এবার পণ্ডিতের বিরুদ্ধে মুখ খুললেন আশুতোষ শর্মা। নাম না করে পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রীতি জিন্টার দলের ক্রিকেটার। বলেন, “আমি জিম থেকে সোজা হোটেলে নিজের ঘরে ফিরতাম। ধীরে ধীরে অবসাদে চলে যাচ্ছিলাম।

৪) এবার হার্দিক পান্ডিয়ার পাশে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় । ২০২৪ আইপিএল শুরু হওয়ার পর থেকেই হারের মুখ দেখে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হারের হ্যাটট্রিক মুম্বইয়ের। এরপর থেকেই মুম্বই অনুরাগীদের বিদ্রুপের মুখে পড়েন তিনি। আর এই নিয়ে এবার মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

৫) জয়ে ফিরলো মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন পাঞ্জাব এফসিকে হারালো ১-০ গোলে। এই জয়ের ফলে লিগ-শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখলো সবুজ-মেরুন ব্রিগেড। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন পেত্রাতোস। তবে এদিন ডাগ আউটে ছিলেন না মোহনবাগানের হেড কোচ আন্তেনিও লোপেজ হাবাস।

আরও পড়ুন- আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান, ছাড়পত্রও পেয়ে গেল আইএসএল-এর