আজ কেকেআরের সামনে চেন্নাই, ধোনিদের বিরুদ্ধে জয়ই লক্ষ্য নাইটদের

এই নিয়ে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ার বলেন , ‘‘সুনীল নারিন যখন আগ্রাসী ব্যটিং করে, তখন বোঝা যায় টিমের পরিকল্পনা।

আজ আইপিএল-এর ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আইপিএল-এ টানা জয়ের হ্যাটট্রিক নাইটদের। এমন অবস্থায় আজ সামনে চেন্নাই। দীর্ঘ এক দশকের ট্রফির খরা কাটাতে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে এবার মেন্টর করে এনেছে কলকাতা। নাইটদের জোড়া ট্রফি উপহার দেওয়া গম্ভীরের ছোঁয়ায় বদলে গিয়েছে নাইটদের পারফরম্যান্স। জয়ের হ্যাটট্রিক করে নতুন মরশুম শুরু করা কেকেআরকে অপ্রতিরোধ্য লাগছে। গম্ভীর নতুন ভূমিকায় ফিরেই তাঁর পুরনো সতীর্থ সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে এনেছেন। শুরুর পাওয়ার প্লে-তে ফিল সল্টের সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। তাতে বাকি ব্যাটারদের কাজটা সহজ হয়ে যাচ্ছে। সোমবার মহেন্দ্র সিং ধোনির দুর্গে বাজিমাত করতে নারিনই বাজি নাইটদের।

এই নিয়ে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ার বলেন , ‘‘সুনীল নারিন যখন আগ্রাসী ব্যটিং করে, তখন বোঝা যায় টিমের পরিকল্পনা। টি-২০ ফরম্যাটে শুরুর পাওয়ার প্লে হোক বা মাঝের ওভার অথবা শেষের পাওয়ার প্লে, ব্যাটারদের আগ্রাসী থাকতে হয়। সুনীল বিশেষজ্ঞ ব্যাটার না হয়েও এই কাজটা সুন্দরভাবে করে। কারণ, ও নিজের দক্ষতার উন্নতি ঘটিয়েছে।’’

চিপকের উইকেট সাধারণত মন্থর হয়। কিন্তু এবার ব্যাটিং সহায়ক উইকেটে অনেক রান হচ্ছে। নাইটদের ব্যাটিং কোচ বলছেন, ‘‘পিচ নিয়ে আমরা ভাবি না। আমাদের হাতে সব ধরনের বোলার রয়েছে। ভাল ব্যাটার রয়েছে। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ছেলেরা পারফর্ম করার জন্য তৈরি।’’

আরও পড়ুন- কতটা সুস্থ শামি? নিজেই দিলেন আপডেট