Friday, May 23, 2025

ঘর সামলাতে ‘মোদির রেকর্ডিং’ ভরসা! মণিপুরবাসীকে ‘মিথ্যা’ আশ্বাস বীরেনের, পাল্টা চাল কংগ্রেসের

Date:

Share post:

একে তো রাজ্যে চলতে থাকা সংঘর্ষের জেরে আগেভাগেই খবরের শিরোনামে তিনি। লোকসভা নির্বাচনের আগে দলের মধ্যে তাঁর নেতৃত্ব নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। তার উপরে গত ১১ মাসে অসমে এলেও এক বারের জন্যে মণিপুরমুখো (Manipur) হননি প্রধানমন্ত্রী। আর সেকারণে লোকসভা ভোটের (Loksabha Election) মুখে গেরুয়া শিবিরে (BJP) বাড়ছে অস্বস্তি। উত্তর পূর্বের রাজ্যের ইনার কেন্দ্রে ক্রমেই মানুষ বিজেপির (BJP) থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন বলে খবর। আর সেই পরিস্থিতিতেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে মিথ্যা রেকর্ডিংকে (Recording )হাতিয়ার করেই প্রচার শুরু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)।

সূত্রের খবর, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২ মিনিট ২৯ সেকেন্ডের বক্তব্য এবং স্বাধীনতা দিবসে লালকেল্লায় ২৯ সেকেন্ডের রেকর্ডিং মণিপুরবাসীকে শুনিয়ে কিছুটা পাপ স্খলনের চেষ্টা মোদি সরকারের। মুখ্যমন্ত্রী বিরেন দুই রেকর্ড নিয়ে এদিক ওদিক দৌড়ে বেরাচ্ছেন। যারা প্রশ্ন করছেন বিজেপিকে ভরসা করা মানে খাল কেটে কুমির আনা, তাঁদের উদ্দেশে বিরেনের সাফাই, “কে বলল প্রধানমন্ত্রী কথা বলেননি! এই তো বলেছেন। এক নয়, একাধিকবার। বিশ্বাস হচ্ছে না? তা হলে নিজের কানে শোনো। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রার্থী তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমল আকোইজাম সহজেই মণিপুরবাসীর প্রতি মোদির অবহেলা, বিশ্বাসঘাতকতাকে হাতিয়ার করে ভোটের প্রচারে নেমেছেন। ইতিমধ্যে, পাড়ায় পাড়ায় প্রচার চলছে। দোকানে দোকানে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিমল বলেন, আমি বরাবরই রাজ্য রাজনীতি নিয়ে সরব। তার উপরে ভোট দিয়েছি। তার মানেই তো রাজনীতির অংশ ছিলাম। বলতে পারেন ভোট রাজনীতিতে প্রথম এসেছি। কারণ, যতক্ষণ না সংসদে বক্তব্য রাখব, আমার মতামত সেই গুরুত্ব পাবে না। তাই বাবা যে দল থেকে লড়েছিলেন, সেই দলই বেছে নিলাম। বিমল বলেন, তাও নামতাম না এই মাঠে। বিজেপি সরকার পরিস্থিতি কবে ঠিক করে সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী যে ভাবে মণিপুরকে অবজ্ঞা করলেন, যে ভাবে স্বাধীন ভারতে নজিরবিহীন গৃহযুদ্ধ, শরণার্থী সমস্যা দেখা দিয়েছে মণিপুরে, তাতে এই সরকারের উপরে কারও ভরসা নেই। রাজ্যবাসীর ক্ষোভ বৃহত্তর মঞ্চে তুলে ধরতেই ভোটে নামলাম। তাঁর দাবি, নিশ্চয়ই এই হানাহানি রাজনৈতিক স্বার্থে ঘটতে দেওয়া হচ্ছে। তাই সেনাকে পরিস্থিতি সামলানোর পূর্ণ স্বাধীনতা দিচ্ছে না এই সরকার।

কিন্তু যে অধ্যাপক দিল্লিতে বসে ইম্ফলে সশস্ত্র বেসামরিক বাহিনীর দাপট, কুকি-মেইতেই সংঘর্ষ নিয়ে মেইতেইদের সমালোচনা করেছিলেন, তিনিই প্রার্থী হওয়ার পরে সুর বদলেছেন। ইনার কেন্দ্রের মেইতেই ভোটের স্বার্থে তিনি বললেন, কুকিদের দিকে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির কারণ অবশ্যই অনুপ্রবেশ। বিধানসভায় তাদের আসন বেড়ে ১০ হয়ে গিয়েছে। তাই ভূমিপুত্র-অ-ভূমিপুত্রদের আলাদা করতেই হবে। তবে, সে কাজ করতে হবে বিজ্ঞানসম্মত ও সংবিধানস্বীকৃত পথে। অবশ্যই আনতে হবে এনআরসি। তাঁর মতে, সংখ্যালঘু হয়ে পড়ার আতঙ্ক থেকেই মেইতেইদের মধ্যে থেকে এসটি হওয়ার দাবি উঠেছে।

spot_img

Related articles

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...