আজ রাত থেকে শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্সেনাল -বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচ ঘিরে যখন চড়ছে উত্তেজনার পারদ। ঠিক তখনই বিপত্তি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বল গড়ানোর আগেই এল হামলার হুমকি। ম্যাচ ভেন্যুতে হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। যেই খবরটি প্রকাশ করেছে স্পেনের সংবাদমাধ্যম মার্কা। পরে এই খবরটি প্রকাশ করা হয় অন্যান্য সংবাদমাদ্যমেও ।

জানা যাচ্ছে, আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল আজাইম নাশকতা ছড়ানোর বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে। সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে কালো পোশাক পরে একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। পিছনে চ্যাম্পিয়ন্স লিগের চারটি ভেন্যুর নাম লেখা-এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেট্রোপলিটন অ্যারিনা ও সান্টিয়াগো। আর ছবির ক্যাপশনে লেখা, ‘সবাইকে খুন করা হবে।‘

🚨 ISIS are threatening attacks on the stadiums hosting the #UCL quarter-finals this week, reports @OndaCero_es pic.twitter.com/BJ1kp92JJr
— Madrid Zone (@theMadridZone) April 8, 2024
ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। আর্সেনালের স্টেডিয়াম এমিরেটসে মুখোমুখি হবে আর্সেনাল-বায়ার্ন। বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদ ও ডর্টমুন্ডের ম্যাচ রয়েছে মেট্রোপলিটন স্টেডিয়ামে। পিএসজির ঘরের মাঠে পিএসজি-র সামনে বার্সেলোনা। তবে তার আগেই বিপত্তি। যদিও জানা যাচ্ছে, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্সের সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

আরও পড়ুন- কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাদেজা
