Saturday, January 10, 2026

ভোটের মুখে ফের ‘পেগাসাস’ আতঙ্ক! আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

Date:

Share post:

সত্যি হল বছর দুয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ। কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) ভাঁওতাবাজির আসল স্বরূপ তুলে ধরে পেগাসাস (Pegasus) নিয়ে সতর্ক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছিলেন, পেগাসাস, ডেঞ্জারাস, ফেরোসাস! এবার সেই অভিযোগকেই মান্যতা দিল অ্যাপল (Apple)। হ্যাঁ, লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে অ্যাপলের সেই তথ্য রীতিমতো সাড়া ফেলেছে। মূলত, মার্সিনারি স্পাইওয়ার (Marchinary Spyware) নিয়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপল। তাদের দাবি, মার্সিনারি স্পাইওয়ারের মধ্যে রয়েছে পেগাসাস ম্যালওয়ার। আর পেগাসাস ম্যালওয়ারের মাধ্যমে মোট ৯২ টি দেশ থেকে তথ্য চুরি করা হতে পারে। তার মধ্যে প্রথম স্থানেই রয়েছে ভারতের নাম। আর এমন তথ্য সামনে আসতেই লোকসভা নির্বাচনের মুখে কিছুটা বেকায়দায় বিজেপি। আইফোনে আড়ি পাতার অভিযোগ যে সত্যি এবার সেই কথাই স্পষ্ট করল অ্যাপল।

বুধবারের এক বার্তায় গ্রাহকদের অ্যাপল সাফ জানিয়েছে, মোবাইলে স্পাইওয়্যার ঢুকিয়ে তথ্য ফাঁসের অভিযোগ করা হয়েছে। ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি পেগাসাসের মতো ওই স্পাইঅয়্যারের সাহায্যে আড়ি পাতাই হ্যাকারদের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে অ্যাপ্‌ল। গত অক্টোবর মাসেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কংগ্রেস সাংসদ শশী থারুর, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিভিন্ন বিরোধী নেতা-নেত্রী হ্যাকিংয়ের অভিযোগ সামনে আনে। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। হ্যাকিং রুখতে আইফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছিলেন অনেকেই। তার রেশ কাটতে না কাটতেই এবার ভারত-সহ ৯২টি দেশের আইফোন ব্যবহারকারীদের কাছে আবার এল অ্যাপ্‌লের সতর্কবার্তা।

বুধবার রাতে অ্যাপেলের তরফে ভারতের বেশ কিছু ইউজারের কাছে একটি ই-মেল পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীর আইফোনকে নিশানা করা হয়েছে। সেখান থেকে তথ্য চুরি হতে পারে। পেগাসাস ম্যালওয়ারটি তৈরি করেছে NSO নামে একটি সংস্থা। এর মাধ্যমে এক বা একাধিক আইফোনের থেকে তথ্য চুরি করা সম্ভব। তবে কে বা কারা আড়ি পাতার চেষ্টা করছে সে ব্যাপারে কারও নাম করেনি অ্যাপল। তবে ঠিক কতজনকে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ইমেলে স্পষ্ট বলা হয়েছে, সতর্ক থাকুন, আপনার আইফোনকে নিশানা করেছে মার্সিনারি স্পাইওয়্যার। পাশাপাশি অ্যাপল তার ইউজারদের সতর্ক করেছে যে মোবাইলে অপরিচিত কারও থেকে কোনও লিঙ্ক এলেই তাতে ক্লিক না করতে।

 

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...