Wednesday, November 12, 2025

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশে অভিষেক, দিলেন পাশে থাকার আশ্বাস

Date:

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ধুপগুড়ির সভা সেরে বার্নিশে যান তিনি। আগেই সেখানে পৌঁছেছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। বার্নিশে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে তাদের অবস্থা বোঝার চেষ্টা করেন অভিষেক।

ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে অভিষেক বলেন, ভয় পাবেন না, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে থাকবে। ঝড়ে বিধ্বস্ত পরিবারের মহিলারা এগিয়ে এসে অভিষেককে তাদের অসুবিধের কথা জানান। মঞ্চ থেকে নেমে অভিষেকও ভিড়ের মধ্যে গিয়ে তাদের কথা শোনেন। ওই ভয়ঙ্কর ঘূর্ণি ঝড়ে মৃত ও আহতদের পরিবারে কয়েকজন অভিষেককে কাছে পেয়ে কন্যায় ভেঙে পড়েন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের স্বান্তনা দিয়ে বলেন, ভেঙে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। আমরা আর্থিক ঘোষণা করেছি আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। নির্বাচন কমিশনের রক্তচক্ষু ও আদর্শ আচরণবিধির সব একপাশে সরিয়ে রেখে আমরা এই বিপদে আপনাদের পাশে পাশে আছি, থাকবো। এদিন তৃণমূলের প্রতিনিধিদলের সকলে তাদের দিল্লিতে হেনস্তার কথা তুলে ধরেন গ্রামবাসীদের কাছে। কিভাবে তাদের জন্য অনুমতি চাইতে গিয়ে পুলিশের হামলার শিকার হতে হয়েছে, সে কথাও তাঁরা বলেন। পাশাপাশি এই লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য প্রতিনিধি দলে ছিলেন, সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখেল, বিবেক গুপ্ত, নাদিমুল হক, অর্পিতা ঘোষ, রঞ্জন বিশ্বাস ও সুদীপ রাহা।

আরও পড়ুন- কাঁকুড়গাছির জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version