দমদমে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন 

দমদমে অগ্নিকাণ্ড (Fire incident in Dumdum)। সূত্রের খবর ছাতাকলের কাছে হনুমান মন্দির সংলগ্ন ঝুপড়ি এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়রাও আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কালো ধোয়ায় চারপাশ ছেয়ে গেছে। ঘটনাস্থলে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আগুনের উৎস খুঁজে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। হতাহতের খবর এখনও মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় দমদমে সুধীর শূর কলেজের পিছনে বস্তিতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই দ্রুত আগুন ছড়ায়। বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। প্রয়োজনে আগুন নেভানোর কাজে রোবট ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।