Thursday, December 4, 2025

ভোটের মুখে হাস্যকর “শ্বেতপত্র” প্রকাশ বিজেপির! নেই অভিষেকের চ্যালেঞ্জের জবাব

Date:

Share post:

অবশেষে লোকসভা ভোটের মুখে “শ্বেতপত্র” প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। “শ্বেতপত্র ডট ইন” নামের ওই পোর্টালে দেশের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে কোন প্রকল্পে মোদি সরকার কত টাকা দিয়েছে তার বিস্তারিত ফিরিস্তি দেওয়া হয়েছে। কিন্তু কোনও এক অজানা কারণে সেখানে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজে বাংলার কোনও খতিয়ান উল্লেখ নেই। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর! রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এমন হাস্যকর “শ্বেতপত্র” প্রকাশ করে বাংলার বুকে নিজেদের ব্যাকফুটে ঠেলে দিল বিজেপি। বরং, ১০০ দিনের টাকা ও আবাস যোজনা নিয়ে পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকেই মান্যতা দেওয়া হল বিজেপির শ্বেতপত্রে! যা ভোটের মুখে তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে।

একের পর এক জনসভা থেকে মোদি সরকারকে চ্যালেঞ্জ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রের বিজেপি সরকার গত তিন বছরে বাংলাকে একনয়া পয়সাও দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করে দেখাক। অভিষেক আরও বলেছিলেন, বিজেপি যদি প্রমাণ করতে পারে যে বাংলায় এই দুটি প্রকল্পে কেন্দ্র ১০ পয়সাও দিয়েছে তাহলে তিনি তৃণমূলের হয়ে আর প্রচার করবেন না!

এর মাঝে কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞাপনে দাবি করা হয়, বাংলায় বিভিন্ন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাজ্যের অনীহায় কোন কোন প্রকল্পের কাজ আটকে রয়েছে। গত ১৪ মার্চ কেন্দ্রের ওই বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে টুইটে অভিষেক লেখেন, “মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি।” এরপর থেকে অভিষেক তাঁর প্রতিটি সভাতেই দুটি পোডিয়াম তৈরি রাখছেন। মঞ্চে ভাষণ দিতে উঠে সেই পোডিয়াম দেখিয়ে অভিষেক বললেন, “বিজেপির কেউ এসেছেন? আমি দুটো পোডিয়াম রেখেছিলাম।”

অবশেষে কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করেছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আবাস বা ১০০ দিনের কাজের প্রসঙ্গে কোনও উল্লেখ নেই। ফলে বাংলার ক্ষেত্রে বিজেপির এই “শ্বেতপত্র” হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়।

 

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...