জুড়ে থাকার দিন শেষ, প্রয়াত বিশ্বের প্রাচীন সংযুক্ত যমজ লরি-জর্জ!

৬২ বছর ধরে একসঙ্গে ছিলেন তাঁরা। রাতে ঘুমোতে যাওয়া থেকে সকলে ঘুম থেকে ওঠা, একসঙ্গে খাওয়া থেকে কোথাও বেড়াতে যাওয়া – এক মুহূর্তের জন্য একে অন্যের থেকে আলাদা হতে পারেননি। এবার শেষ হলো গিনেস রেকর্ড বুকে নাম ওঠা বিশ্বের অন্যতম প্রাচীন সংযুক্ত যমজ (World’s Oldest Conjoined Twins) লরি এবং জর্জ স্ক্যাপলের (Laury and George Scapple) জীবনযাত্রা। গত ৭ এপ্রিল রবিবার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তাঁরা প্রয়াত হন। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

১৯৬১তে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার জন্মেছিলেন লরি এবং জর্জ। তাঁদের মাথার খুলি আংশিকভাবে মিশ্রিত ছিল। শুধুমাত্র মাথার মাধ্যমেই তাঁরা একে অন্যের সঙ্গে সংযুক্ত ছিলেন। গোড়ার দিকে তাঁরা বিশ্বের প্রথম সমলিঙ্গ সংযুক্ত যমজ ছিলেন। কিন্তু ২০০৭ সালে জর্জ নিজেকে রূপান্তরকামী হিসাবে দাবি করেন এবং তখন থেকে তাঁদের দুজনের লিঙ্গ পরিচয় আলাদা হয়। জর্জ একজন কান্ট্রি গায়ক হিসেবে সফল ভাবেই তাঁর মিউজিকাল কেরিয়ার উপভোগ করেছেন। লরি ট্রফি বিজয়ী টেন-পিন বোলার ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন এই সংযুক্ত যমজ ৩০ বছরের পর আর বাঁচবেন না। নিজেদের শহরেই দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে জীবনযাপন করতেন তাঁরা। ২০১৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ সবচেয়ে পুরানো জীবিত সংযুক্ত যমজ মহিলা হিসেবে লরি এবং জর্জ স্ক্যাপলের নাম ওঠে। তাঁদের মৃত্যুতে একটা যুগ শেষ হলো বলেই মনে করছেন চিকিৎসকরা।

 

Previous articleহামলা নিয়ে ইরানকে কড়া বার্তা বাইডেনের, প্রস্তুতি শুরু ইজরায়েলে
Next articleখাসতালুকে প্রচারে শুনলেন ‘গো ব্যাক’! মেজাজ হারিয়ে যুবককে চড় অধীরের!