ক্রিস গেইল সঙ্গে কোমর দোলাচ্ছেন বিরাট কোহলি। সঙ্গে আবার পোলার্ড এবং মুথাইয়া মুরলীধরন । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। আগে আইপিএল ম্যাচের পরে থাকত পার্টি। দল জিতুক হারুক, পার্টির উৎসবে মেতে উঠতেন অধিকাংশ ক্রিকেটারই। এমনই পুরনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , বিরাট কোহলি, ক্রিস গেইল, মুথাইয়া মুরলীধরন এবং পোলার্ডকে একসঙ্গে নাচতে ।

যেই ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, আইপিএলের কোনও এক পার্টিতে গেইল এবং বিরাট নাচছিলেন। সেখানে পরে যোগ দেন পোলার্ড। ছিলেন মুরলীধরনও। তাঁকে এগিয়ে দেন বিরাটেরা। মুরলী নাচ শুরু করতেই বাকিরা হেসে গড়িয়ে পড়েন। এমন একটি পুরনো ভিডিও আইপিএলে মাঝে দেখে আপ্লুত সমর্থকেরা। বিরাট এবং গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে খেলতেন।

Unseen Dance Video of Virat Kohli, AD de Villiers, Chris Gayle, Kieron Pollard & Muttiah Muralitharan 😂❤️ pic.twitter.com/Ww85lX6rhn
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) April 14, 2024
আরও পড়ুন- ১ লা বৈশাখে চেনা ছবি কলকাতা ময়দানে, বারপুজোতে মেতে উঠল ইস্ট-মোহন

চলতি আইপিএল-ও আরসিবির হয়ে খেলেন বিরাট। গত মরশুমে বেঙ্গালুরুর অধিনায়ক থেকে সরে দাঁড়ান বিরাট। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছে ফ্যাফ ডুপ্লেসিকে।

