ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা কেজরির! আজই সুপ্রিম কোর্টে শুনানি

আজ, সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) আর্জি শুনবে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ইডির (Enforcement Directorate) গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন কেজরিওয়াল। যদিও এর আগে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে হবে শুনানি।

এদিন দুপুর ১২ টায় তিহাড় জেলে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। আজই শেষ হচ্ছে কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে কেজরিওয়ালকে।

বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানাবে ইডি। জামিনের আবেদন জানাতে পারেন কেজরিওয়াল।

 

Previous articleপশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক! ইরান-ইজরায়েলের রাষ্ট্রদূতকে ফোন জয়শঙ্করের
Next articleযোগীরাজ্যে নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে দূর্ঘটনা! ভোটের মুখে মুজাফফরনগরে মৃত ২, আহত বহু