রাখা যাবে না অস্ত্র, বাজানো যাবে না ডিজে! শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের

আদালতের পর্যবেক্ষণ, মাত্র ২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দেওয়া পুলিশের পক্ষে সম্ভব। বিচারপতি বলেন, "কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিচ্ছি।

শর্ত সাপেক্ষে রামনবমীর শোভাযাত্রা আয়োজনের অনুমিত দিল কলকাতা হাইকোর্ট। ধর্মীয় বিশ্বাসে বাধা দেওয়ার কোনও জায়গা নেই। সেই কারণে হাওড়ায় রাম নবমীর মিছিলের রুট পরিবর্তনের ব্যাপারে রাজ্যের দাবি করেছে আদালত।
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সোমবার জানান, প্রতিটি মানুষের নিজের মত বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠান করার অধিকার রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার অধিকার রয়েছে। তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না।
আদালতের পর্যবেক্ষণ, মাত্র ২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দেওয়া পুলিশের পক্ষে সম্ভব। বিচারপতি বলেন, “কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিচ্ছি।” হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর শোভা যাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তেরর বক্তব্য, “রাজ্যের দাবি অনুযায়ী গত বছর এই শোভা যাত্রা ১০ থেকে ১২ হাজার লোক ছিল। একইসঙ্গে সেখানে মারাত্মক গোলমাল হওয়ায় এনআইএ তদন্ত চলছে। কিন্তু এবার তারাই ২০০ লোক নিয়ে শোভা যাত্রার আয়োজন করেছে। তাই এখানে আর রুট বদল বা লোক কমানোর মতো শর্ত দিতে নারাজ হাইকোর্ট।”
এক নজরে রাম নবমীর মিছিল নিয়ে হাইকোর্টের নির্দেশ-
রাজ্যের যে কোনও জায়গায় সর্বোচ্চ ২০০ জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব
প্রয়োজনে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্যে বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে। সেটা মিছিলের ২৪ ঘণ্টা আগে চাইতে হবে
বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার, আইজি সিআরপিএফ-কেও দিতে হবে
২০০ জনের বেশি হলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের। যারা মিছিল নিয়ন্ত্রণ করবে। তাদের নাম পুলিশকে আগেই জানিয়ে রাখতে হবে
মিছিলে কোনওরকম অস্ত্র ব্যবহার করা যাবে না
মিছিলে একটি মাত্র গাড়ি ব্যবহার করা যাবে
মিছিল থেকে কোনও উসকানিমূলক শব্দ ব্যবহার করা যাবে না
ডিজে ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

Previous articleনিরাপত্তা সরিয়েছে বিজেপি, রাজ্যের দ্বারস্থ বিষ্ণুপ্রসাদ শর্মা
Next articleআইএস জঙ্গিদের টার্গেটে ভিভিআইপিরা, নির্দেশক ‘ভাই’য়ের খোঁজে গোয়েন্দারা