আগামিকাল আইপিএল-এর ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনিদের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। তবে এই ম্যাচে নামার আগে অদ্ভুত আবদার রাখল লখনৌ। নিজেদের আবদার পোস্টারে প্রকাশ করে লখনৌ। যেই পোস্টারে ছয় লাপ লখনৌ-এর রাস্তা। যেখানে লেখা ভালো খেলুক ধোনি, কিন্তু ম্যাচ জিতুক লখনৌ। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

একটি হোর্ডিংয়ে লেখা, ‘আমরা চাই ধোনি ভাল খেলুক, কিন্তু চেন্নাই ম্যাচটা হেরে যাক।’ আর একটি হোর্ডিংয়ে লেখা, ‘আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক, কিন্তু তখন যেন জিততে ১২ রান দরকার থাকে।’ অর্থাৎ, প্রতিটি হোর্ডিংয়ে ধোনির প্রশংসা করা হলেও ম্যাচ তারাই জিতবে বলে আত্মবিশ্বাসী লখনৌ।

Pyaar chhupaaye nahi chhupta 🥲 pic.twitter.com/ViiVdGS8Iw
— Lucknow Super Giants (@LucknowIPL) April 18, 2024
চলতি আইপিএল-এ দাপটের সঙ্গে খেলছেন মাহি। দিল্লির বিরুদ্ধে ১৬ বলে অপরাজিত ৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। মুম্বই ম্যাচের শেষ ওভারে চার বলে কুড়ি রান মাহি । ধোনি ঝড় দেখতে তৈরি লখনৌ-এর দর্শকরাও। কিন্তু ম্যাচও তো জিততে হবে। দুই কুল বজায় রাখতে অদ্ভুত আবেদন জানিয়েছে লখনৌ।

আরও পড়ুন- ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম পছন্দ নয় রোহিতের, দিলেন উদাহরণ
