Monday, November 17, 2025

উচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু মে মাসেই, জানাল সংসদ

Date:

Share post:

রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই জানেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পঠন পাঠন সেমিস্টার পদ্ধতিতে শুরু হতে চলেছে। এর জন্য নির্দিষ্ট বিষয় ভিত্তিক সিলেবাস তৈরীর কাজ যেমন চলছে, সেই সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরের নতুন কিছু বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনাও করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রসঙ্গে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট বিষয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার মে মাস থেকে শুরু হবে প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্লাস। অক্টোবর পর্যন্ত সেই ক্লাস চলবে। অপরদিকে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে চলবে এপ্রিল মাস পর্যন্ত।

ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই জানেন যে একাদশ শ্রেণীর শুরুতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর শুরুতে হবে তৃতীয় সেমিস্টার। এই দুটি সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন একই থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুটি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কোন ধরনের প্রশ্নগুলি এই দুটি সেমিস্টারের পরীক্ষাতে থাকবে সেগুলি নিচে উল্লেখ করা হল।

• শূন্যস্থান পূরণ

• কলাম ম্যাচিং

• দাবি-যুক্তি (রিজনিং) টাইপ

• ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন

• নির্ধারিত ক্রম অনুসারে বাক্য সাজানো

• সত্য এবং মিথ্যা নির্ণয় করা প্রশ্ন

• কেস ভিত্তিক প্রশ্ন

সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংসদ আরও জানিয়েছে, এই প্রশ্নগুলির মধ্যে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে সহজ। ৩০ শতাংশ প্রশ্ন থাকবে জটিল এবং ২০ শতাংশ প্রশ্ন থাকবে উপস্থিত বুদ্ধির পরীক্ষার জন্য। মাল্টিপল চয়েস প্রশ্নগুলির ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্প থাকবে। এই বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে।
সেক্ষেত্রে প্রশ্নপত্র তৈরি করবে স্কুল কর্তৃপক্ষ। অপর দিকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্রশ্ন করবে সংসদ।সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোরের প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার নম্বর কাউন্সিল তাদের পোর্টাল এ আপলোড করবে। প্রতি বছর চতুর্থ সেমিস্টার পরীক্ষা এপ্রিল মাসে হবে।শেষ দুই সেমিস্টারের নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের মোট নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের।




spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...