অভিষেকের কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক হাওড়া সদর তৃণমূল নেতৃত্বের

তাঁর কর্মসূচিকে ঘিরে কিভাবে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হবে তার রূপরেখা তৈরি করতে শুক্রবার হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলের জেলা কার্যালয়ে একটি বৈঠক করেন

আগামী ২৯ এপ্রিল হাওড়ায় ভোট প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন প্রথমে তিনি উলুবেড়িয়ার তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতার বাকসি ফুটবল মাঠে জনসভা করবেন। এরপর বিকেলে হাওড়ার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বালিটিকুড়ি বাজার থেকে ইছাপুর জলট্যাঙ্ক মোড় পর্যন্ত রোড-শো করবেন।

তাঁর কর্মসূচিকে ঘিরে কিভাবে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হবে তার রূপরেখা তৈরি করতে শুক্রবার হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা কার্যালয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়া সদর মহিলা তৃণমূলের সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরি সহ দলের আরও অনেকে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো কোন পথ দিয়ে যাবে, দলীয় কর্মীরা কিভাবে তাতে সামিল হবেন, প্রতিটি বুথস্তরে কিভাবে এই উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হবে তা পুঙ্খানু্খভাবে আলোচনা করা হয়। সেই সঙ্গে এই ব্যাপারে একটি রূপরেখাও তৈরি করেন হাওড়া জেলা তৃণমূলের নেতৃত্ব। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘হাওড়ায় আমাদের দলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীরা এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ওইদিনের কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিনের বৈঠকে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’




Previous articleএকমাস ধরে পাশবিক অত্যাচার, মধ্যপ্রদেশে নারী নির্যাতন সীমা ছাড়ালো
Next articleবিজেপিতে যাওয়াই বড় ভুল! বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ‘আফসোস’ বনগাঁর তৃণমূল প্রার্থীর