Thursday, August 21, 2025

মুম্বই শিবিরে বিভাজন স্পষ্ট, ক্রিকেটারের পোস্ট ঘিরে জল্পনা

Date:

অশান্তি বেড়েই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চলতি আইপিএল-এ হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকেই অশান্তই মুম্বই শিবিরে। শিবিরে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। আর পাঞ্জাব ম্যাচের পর তা যেন আরও স্পষ্ট হল।

মহম্মদ নবি খেলছেন এবার মুম্বই ইন্ডিয়ান্সে। পাঞ্জাব ম্যাচের পর একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, এক সমর্থক নবিকে নিয়ে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় একজন নবির উদ্দেশে লিখেছিলেন, ‘‘তোমার অধিনায়কের কিছু সিদ্ধান্ত অত্যন্ত অবাক করার মতো। যেগুলো মানুষের কাছে বিস্ময়কর। নবিকে বল করতেই দেওয়া হল না! অথচ সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিনও গুরুত্বপূর্ণ সময় নবি দুটো ক্যাচ নিল এবং একটা রান আউট করল।’’ এই পোস্ট নবি নিজের পেজে ভাগ করে নেন। বুঝিয়ে দেন ওই ক্রিকেটপ্রেমীর বক্তব্যে তাঁরও সমর্থন রয়েছে।

 আসলে ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে ছিলেন নবি। হার্দিক পাঞ্জাবের বিরুদ্ধে ছ’জন বোলার ব্যবহার করলেও নবিকে বল করতে ডাকেননি। আর তাতেই অবাক হন নবি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মুম্বই অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন- বিশ্বকাপের হার ভুলতে পারছেন না রাহুল, আইপিএল-এর মাঝে আক্ষেপ ঝড়ে পড়ল তাঁর গলায়


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version