Friday, December 12, 2025

গরমের জের, সংবাদ পাঠের মাঝেই অচৈতন্য কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা!

Date:

Share post:

তাপপ্রবাহের (Heatwave)দাবদাহে কাহিল সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। কলকাতার তাপমাত্রা ৪১ পেরিয়েছে, সকাল ১১ টা থেকে বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস (Weather Department)। গরমের তীব্রতা থেকে রেহাই মিলছে না। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেকোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কার মাঝেই এবার লাইভ সংবাদ পাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা (Lopamudra Sinha)। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করে অসুস্থতার কথা জানান পাঠিকা নিজেই।

একুশ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বলেই সমাজমাধ্যমে জানিয়েছেন লোপামুদ্রা। শুধু খবর পরিবেশন করাই নয়, সিরিয়ালের জগতেও তিনি অত্যন্ত চেনা মুখ বটে। গত ১৮ই এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালে কলকাতা দূরদর্শনে নিউজ বুলেটিন পড়বার সময় মারাত্মক গরমে অসুস্থবোধ করেন তিনি। তাঁর কথায়, ” লাইভ নিউজ চলার সময় আমার বিপি মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশকিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনওদিন জল নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার, কখনও প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই। কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনও বাইট চলছিল না। ফলে আমি জলটা খেতে পারচ্ছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, জলটা অবশেষে খাই”। আসলে স্টুডিও সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেদিন এসি বিকল ছিল। তাই বাইরের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বদ্ধ ফ্লোর মারাত্মক গরম হয়ে গেছিল। লোপামুদ্রার ওই অবস্থা দেখে নিউজ প্রোডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। পেশাদার সংবাদ পাঠিকা হিসাবে বিষয়টা মেনে নিতে পারছেন না সঞ্চালিকা। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা। এরপরই তিনি সকলকে সুস্থ থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ORS খাওয়া এবং বৃক্ষরোপণের বার্তা দেন।

 

spot_img

Related articles

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...