Sunday, November 9, 2025

গরমের জের, সংবাদ পাঠের মাঝেই অচৈতন্য কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা!

Date:

Share post:

তাপপ্রবাহের (Heatwave)দাবদাহে কাহিল সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। কলকাতার তাপমাত্রা ৪১ পেরিয়েছে, সকাল ১১ টা থেকে বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস (Weather Department)। গরমের তীব্রতা থেকে রেহাই মিলছে না। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেকোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কার মাঝেই এবার লাইভ সংবাদ পাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা (Lopamudra Sinha)। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করে অসুস্থতার কথা জানান পাঠিকা নিজেই।

একুশ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বলেই সমাজমাধ্যমে জানিয়েছেন লোপামুদ্রা। শুধু খবর পরিবেশন করাই নয়, সিরিয়ালের জগতেও তিনি অত্যন্ত চেনা মুখ বটে। গত ১৮ই এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালে কলকাতা দূরদর্শনে নিউজ বুলেটিন পড়বার সময় মারাত্মক গরমে অসুস্থবোধ করেন তিনি। তাঁর কথায়, ” লাইভ নিউজ চলার সময় আমার বিপি মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশকিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনওদিন জল নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার, কখনও প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই। কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনও বাইট চলছিল না। ফলে আমি জলটা খেতে পারচ্ছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, জলটা অবশেষে খাই”। আসলে স্টুডিও সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেদিন এসি বিকল ছিল। তাই বাইরের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বদ্ধ ফ্লোর মারাত্মক গরম হয়ে গেছিল। লোপামুদ্রার ওই অবস্থা দেখে নিউজ প্রোডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। পেশাদার সংবাদ পাঠিকা হিসাবে বিষয়টা মেনে নিতে পারছেন না সঞ্চালিকা। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা। এরপরই তিনি সকলকে সুস্থ থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ORS খাওয়া এবং বৃক্ষরোপণের বার্তা দেন।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...