“বিজেপি মার্কা” হাতপাখা বিলিয়ে বিপাকে দিলীপ, কমিশনে যাচ্ছে তৃণমূল!

আজ, মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুরের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ভোটের প্রচারে বেরিয়ে নিজের নাম ছাপানো “হাত পাখা” দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা, কিন্তু ভোটের পরে কাউকে দেখা যায় না”। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রসঙ্গে এমনই বললেন পাখা নেওয়া মহিলারাই। বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের। “দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন”, লেখা পাখা বিতরণ করে নির্বাচনী আদর্শ আচার বিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল।

আজ, মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুরের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে মহিলাদের হাতে হাত পাখা তুলে দেন তিনি। সেই পাখায় লেখা ছিল ‘দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন”!

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ভবানী ভট্টাচার্যের অভিযোগ, “পাখা কেনার মত ক্ষমতা সব মানুষেরই আছে। কতটা নিচে নামতে পারে সেটাও দেখা যাচ্ছে। পাখার উপর ভোট চাওয়া সম্পূর্ণ নির্বাচনী বিধিবঙ্গ!” তাঁরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন।

মহিলাদের অভিযোগ, বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও পাঁচ বছরে একবারও দেখা যায়নি। দিলীপ ঘোষ এখন পাখা দিচ্ছেন, ভোটে জিতকে খুঁজে পাওয়া যাবে না।




Previous article২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআর ম্যাচে বিশেষ ব্যবস্থা রেলের
Next articleকমিশনকে বলব বহরমপুরের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির